১০ ডিসেম্বর আছে Micromax IN 1b এর প্রথম সেল, দাম শুরু ৭ হাজার টাকা থেকে

আগামী ১০ ডিসেম্বর ভারতে প্রথমবার সেলের জন্য উপলব্ধ হবে Micromax IN 1b। ওইদিন দুপুর ১২ টা থেকে ফোনটির সেল শুরু হবে। ই -কমার্স সাইট Flipkart ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট Micromaxinfo.com থেকে ফোনটি কেনা যাবে। উল্লেখ্য, গতমাসের শুরুতেই In Note 1 এর সাথে এই ফোনটি লঞ্চ হয়েছিল। এরপর গত ২৬ নভেম্বর ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে লজিস্টিক সংক্রান্ত সমস্যার কারণে ওইদিন মাইক্রোম্যাক্স ইন ১বি এর সেল বাতিল করা হয়।

আজ Micromax এর তরফে একটি টুইট করে জানানো হয়েছে, আগামী ১০ ডিসেম্বর Micromax IN 1b এর সেল শুরু হবে। এরপাশাপাশি কোম্পানি টিজার পোস্টে ফোনটির দাম ও লভ্যতা সম্পর্কেও জানিয়েছে। এই ফোনের দাম শুরু হয়েছে ৬,৯৯৯ টাকা থেকে। ভারতে ফোনটি Redmi 9A, Realme C2 এর মত লো বাজেট ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Micromax IN 1b to finally go on sale on 10th December

Micromax IN 1b এর দাম 

ভারতে মাইক্রোম্যাক্স ইন ১বি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যায়। এর ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৬,৯৯৯ টাকা। আবার ৭,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। ফোনটি পার্পেল, গ্রীন ও ব্লু কালার বিকল্পে পাওয়া যাবে।

Micromax IN 1b এর স্পেসিফিকেশন 

এই ফোনে আছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। সাথে পাবেন মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। ফোনটি ২ জিবি ভ্যারিয়েন্ট অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন এ চলে। যদিও ৪ জিবি ভ্যারিয়েন্টে সাধারণ অ্যান্ড্রয়েড ১০ এর মজা নিতে পারবেন। মাইক্রোম্যাক্সের এই ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট উপলব্ধ। Micromax In 1b ফোনে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা। যেগুলি হল ১৩ মেগাপিক্সেল (এফ/১.৮) + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফোনটির সামনে আছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।