সুখবর, 1 হাজার থেকে 10 হাজার টাকা সস্তা হতে পারে 4G স্মার্টফোন, জেনে নিন কারণ

গত বছর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিলো যে, ২০২২ সালের মধ্যেই আপামর জনগণের জন্য 5G নেটওয়ার্ক উপলব্ধ হবে এদেশে। এই তথ্যের সত্যতা কোনো নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা এখনো নিশ্চিত করেনি। তবে, যেভাবে 5G ট্রায়াল সংক্রান্ত রিপোর্ট সামনে আসছে তাতে এটি আর গুজব মনে হচ্ছে না। ফলত এখন প্রায় প্রত্যেক ভারতবাসীই পঞ্চম প্রজন্মের ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক টেকনোলজির আস্বাদন নেওয়ার জন্য অপেক্ষারত। তবে আজকের এই প্রতিবেদনের আলোচ্য বিষয় পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা নয়। বরং, সম্প্রতি আরেকটি উল্লেখযোগ্য খবর প্রকাশ্যে এসেছে, যা জানার পর স্মার্টফোন ক্রেতাদের মুখে স্বস্তির হাসি ফুটতে পারে। আসলে, ইলেক্ট্রনিক্স দুনিয়ায় নতুনের আগমনে, অনেকটাই মূল্যহীন হয়ে পরে পুরোনো প্রযুক্তির ডিভাইস। ফলে অনুমান করা হচ্ছে 5G নেটওয়ার্ক বাজারে পা রাখতেই, বিদ্যমান 4G নেটওয়ার্ক চালিত স্মাটফোনের দাম ব্যাপক হারে কমতে পারে। আর এমনটা হলে নয়া স্মার্টফোন খরিদ করার ক্ষেত্রে আর চাপ পড়বে না আপনাদের পকেটে।

চলতি বছরে ভারতে 5G নেটওয়ার্কের আগমনে কমতে পারে 4G স্মার্টফোনের দাম

আপনারা হয়তো সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে, ভারতে শীঘ্রই 5G নেটওয়ার্ক চালু হতে চলেছে। যারপর, আপনারা হাই-স্পিড ইন্টারনেট সার্ফিং করার অভিজ্ঞতা যেমন লাভ করবেন, তেমনি দুর্বল নেটওয়ার্কের জন্য ঘটা কল ড্রপের সমস্যার থেকেও রেহাই পাবেন। ফলে, 5G নেটওয়ার্ক সাপোর্ট যুক্ত ফোনগুলি যদি ক্রেতাদের যাবতীয় সমস্যার সমাধান করার পাশাপাশি চাহিদা পূরণেও সক্ষম হয়, তবে স্বাভাবিক ভাবেই মানুষ 4G স্মার্টফোনের দিকে কম ঝুঁকবে এবং 5G স্মার্টফোন কেনার উপর বেশি জোর দেবে।

মূলত এই যুক্তির পরিপ্রেক্ষিতেই অনেকে অনুমান করছেন যে, স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি তাদের 4G কানেক্টিভিটির স্মার্টফোনের বিক্রয়কার্য চলমান রাখার জন্য, সেগুলিকে বড়সড় প্রাইজ-কাটের সাথে বিক্রি করতে পারে। এক্ষেত্রে, ১,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত বা তারও বেশি দামের ফারাক নজরে পরবে।

5G নেটওয়ার্কের সুবিধা

ভারতে 5G নেটওয়ার্ক পরিষেবা রোলআউট হলে, স্মার্টফোন ব্যবহারকারীরা অনেক সুবিধা পাবেন। যেমন, সর্বোত্তম মানের ইন্টারনেট কলিং উপভোগ করতে পারবেন ভারতবাসী। একই সাথে, কল ড্রপ এবং ভয়েস কল জনিত অন্যান্য সমস্যার থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া, আপনার এলাকায় যদি নেটওয়ার্কের সমস্যা থেকে থাকে ,তবে এই সমস্যাটিও 5G টেকনোলজির আগমনের সাথে সমাধান হতে পারে। কেননা, এই পঞ্চম প্রজন্মের ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক খুব দ্রুত এবং স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে এটি সেরা সুযোগ সুবিধা প্রদান করবে।