Metro: মেট্রোর স্মার্টকার্ড ব্যবহার করেন? ভিড় কাউন্টারে লাইন না দিয়ে কয়েক ক্লিকে সেরে নিন রিচার্জ

তিলোত্তমা কলকাতার অন্যতম সেরা পরিবহণ মাধ্যম মেট্রো (Metro) রেল। ভূগর্ভস্থ এই যানটি যেমন ঝামেলামুক্ত তেমনি সময় সাশ্রয়ী, তাছাড়া এতে খরচও খুব বেশি নয়। ফলে শহরে বসবাসকারী হাজার হাজার মানুষ তো রোজ মেট্রোয় যাতায়াত করেনই, পাশাপাশি যারা বাইরে থেকে এখানে আসেন তাদের মধ্যে অনেকেও এই বিশেষ ট্রেনে চাপার সুযোগ মিস করেন না। এক্ষেত্রে মেট্রোর ভাড়া দেওয়ার দু রকম সিস্টেম বা ব্যবস্থা রয়েছে – যাত্রীদের হয় নির্দিষ্ট স্টেশনে যাওয়ার জন্য টোকেন কিনতে হয় নতুবা স্মার্টকার্ড সঙ্গে রেখে যেখানে খুশি যাওয়া যায়। এর মধ্যে অনেক যাত্রীই স্মার্টকার্ড ব্যবহার করেন, কারণ এতে নিয়মিত আসা যাওয়া করলে বারবার টোকেন কেনার ঝামেলা তো থাকে না আবার রিচার্জের সময় কিছুটা ব্যালান্স অতিরিক্তও মেলে। যেকোনো স্টেশনেই এই কার্ড রিচার্জ করা যায়, কিন্তু প্রচুর যাত্রী টোকেন কেনেন যার ফলে বহু কাউন্টারের সামনে লম্বা লাইন থাকে। এতে তাড়াহুড়োয় কার্ড রিচার্জ করা সহজ হয়না।

সেক্ষেত্রে এই প্রযুক্তি ও ইন্টারনেট নির্ভর সময়ে দৈনিক যাত্রীরা চাইলে এমন সমস্যা এড়াতে মেট্রো কার্ডের রিচার্জ অনলাইনেই সেরে নিতে পারেন। এর জন্য স্মার্টফোনে কয়েকটা ক্লিক করলেই চলবে। তাহলে আসুন, দেরি না করে দেখে নিই স্মার্টকার্ড রিচার্জের পদ্ধতি।

এভাবে অনলাইনে সারুন মেট্রো কার্ডের রিচার্জ

১. প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘মেট্রো রাইড কলকাতা’ (Metro Ride Kolkata) অ্যাপটি ডাউনলোড করুন।

২. এরপর অ্যাপটিতে নাম, মোবাইল নম্বর, ঠিকানা এবং ইমেইল আইডির মত তথ্য দিন।

৩. তথ্য সাবমিট হলে পাসওয়ার্ড দিন।

৪. মোবাইল নম্বরে আসা ওটিপি এন্টার করুন।

৫. অ্যাপটির নিচের দিকে বুকিং অপশনে ক্লিক করুন।

৬. এখানে আপনি ‘টপআপ কার্ড’ (Topup Card) অপশন পাবেন। এতে ক্লিক করলে অ্যাপে নতুন একটি পেজ খুলবে।

৭. এই পেজে আপনার কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং মেইল আইডি চাওয়া হবে। অন্যদিকে আপনি যত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্ট দিতে হবে।

৮. পরবর্তী ধাপে কনফার্ম (Confirm) অপশনে ক্লিক করুন। এতে পেমেন্টের জন্য অনলাইনে নতুন একটি পেজ খুলবে। এখানে ১. এসবিআই নেট ব্যাঙ্কিং (SBI Net Banking), এসবিআই ডেবিট কার্ড (SBI Debit Card), ক্রেডিট কার্ড (Credit Card), ২. যে কোনো ব্যাঙ্কের Net নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড এবং ৩. ইউপিআই (UPI)-এর মাধ্যমে রিচার্জ করার অপশন মিলবে।

বলে রাখি এই অপশন থেকেই আপনার কার্ডে কত টাকা ব্যালেন্স বিদ্যমান রয়েছে, তা দেখা যাবে। এদিকে স্মার্ট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ অতিরিক্ত টাকা ব্যালেন্সে পাওয়া যায়। সুতরাং ১০০ টাকার রিচার্জ করলে আপনি ব্যালেন্স হিসাবে পাবেন ১১০ টাকা। এভাবে সর্বোচ্চ ১০০০ টাকার রিচার্জের ক্ষেত্রে আপনি ১,১০০ টাকার ব্যালান্স উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, ‘Metro Ride Kolkata’ অ্যাপটিতে মেট্রোর টাইম টেবিল বা সময়সূচী এবং মেট্রো রুট (স্টেশনের নাম) দেখা যাবে।