Vivo X70 Pro, Vivo X70 Pro+ 5G দুর্ধর্ষ ক্যামেরা ও নজরকাড়া ডিজাইন সহ লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হল Vivo X70 সিরিজ। এই সিরিজের অধীনে Vivo X70 Pro 5G, Vivo X70 Pro+ 5G ফোন দুটি ভারতীয় বাজারে এসেছে। এদের দাম শুরু হয়েছে ৪৬,৯৯০ টাকা থেকে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই এই সিরিজের তিনটি ফোন (Vivo X70 ভারতে আসেনি) চীনে আত্মপ্রকাশ করেছিল। এই সিরিজের প্রো ও প্লাস মডেলে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া Vivo X70 Pro 5G, Vivo X70 Pro+ 5G ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আজ Vivo এই ফোন দুটির পাশাপাশি Wireless FlashCharge 5OW চার্জারও লঞ্চ করেছে।

Vivo X70 Pro 5G, Vivo X70 Pro+ 5G ভারতে দাম, প্রি-অর্ডার ও অফার

ভিভো এক্স৭০ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম+ ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৪৬,৯৯০ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের মূল্য যথাক্রমে ৪৯,৯৯০ টাকা ও ৫২,৯০০ টাকা। ভিভো এক্স৭০ প্রো ৫জি অরোরা ডন, কসমিক ব্ল্যাক কালারে এসেছে।

অন্যদিকে ভিভো এক্স৭০ প্রো প্লাস ৫জি ফোনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ৭৯,৯৯০ টাকা। ফোনটি ইনিগমা ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

আজ থেকেই Vivo X70 Pro 5G, Vivo X70 Pro+ 5G ফোন দুটি Flipkart, Vivo eStore ও রিটেল স্টোরের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারকারীরা বিনামূল্যে ভিভো ব্র্যান্ডেড কিট পাবেন (কেবল ই-স্টোর থেকে)। আবার একবার ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা পাওয়া যাবে। এছাড়া Kotak, ICICI, CITI ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। Vivo X70 Pro 5G, Vivo X70 Pro+ 5G ফোন দুটি যথাক্রমে ৭ অক্টোবর ও ১০ অক্টোবর থেকে সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে।

এদিকে Vivo Wireless FlashCharge 5OW চার্জারের দাম রাখা হয়েছে ৪,৪৯৯ টাকা।

Vivo X70 Pro 5G স্পেসিফিকেশন, ফিচার

ভিভো এক্স৭০ প্রো ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিনে রান করবে। এই ফোনে আছে ৬.৫৬ ইঞ্চি ই৫ অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন (১০৮০ x ২,৩৭৬ পিক্সেল), ১৯.৮:৯ এসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ও এইচডিআর সাপোর্ট করবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর দ্বারা চালিত। সাথে রয়েছে মালি জি৭৭ জিপিইউ৷ ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের বিকল্পে এসেছে ভিভো এক্স৭০ প্রো ৫জি।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৫ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ জুম লেন্স, ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স।সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Vivo X70 Pro 5G ফোনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৪৫০ এমএইচ ব্যাটারি রয়েছে এই ফোনে, যার সঙ্গে ৪৪ ওয়াট ফ্ল্যাশ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য Vivo X70 Pro 5G ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। কানেক্টিভিটি অপশনের মধ্যে এতে আছে 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, ইউএসবি টাইপ সি, ইউএসবি ২.০। এই ফোনের ওজন ১৮৩/১৮৪ গ্রাম।

Vivo X70 Pro+ 5G স্পেসিফিকেশন, ফিচার

ভিভো এক্স৭০ প্রো প্লাস ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চি আল্ট্রা এইচডি ( ১,৪৪০ x ৩,২০০ পিক্সেল) ই৫ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে পাওয়া যাবে, যার এসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই ফোনে অ্যাড্রনো ৬৬০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভিভো এক্স৭০ প্রো প্লাস ৫জি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ফানটাচ ওএস ১২ কাস্টম ওএস-এ চলবে।

ফটো ও ভিডিওর জন্য Vivo X70 Pro+ 5G ফোনেও কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৫৭ অ্যাপারচার ৫০ মেগাপিক্সেল মেন সেন্সর, ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ জুম লেন্স, ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও মাইক্রো-গিম্বল স্টেবিলাইজেশন সহ ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (এফ/১.৬ অ্যাপারচার)। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের সামনে পাওয়া যাবে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Vivo X70 Pro+ 5G ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ৫৫ ওয়াট ওয়্যার্ড ফ্লাশ চার্জ ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এই ফোনের ওজন ২১৩ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন