Infinix Hot 11S, Infinix Hot 11 আগামী মাসেই অতি সস্তায় ভারতে আসছে, তার আগে দেখা গেল Google Play Console-এ

Infinix আগামী মাসে তাদের নতুন দুটি স্মার্টফোন ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে, যাদের নাম Infinix Hot 11 এবং Infinix Hot 11S। কোম্পানির তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে যে, Hot 11S ফোনটিতে Mediatek Helio G88 প্রসেসর থাকবে। আবার ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। এখন লঞ্চের আগে একে Google Play Console-এ দেখা গেল। পাশাপাশি Infinix Hot 11 ফোনটিও কিছু ফিচার সহ Google Play Console-এ অন্তর্ভুক্ত হয়েছে। আসুন এখান থেকে ফোন দুটি সম্পর্কে কী কী তথ্য উঠে এসেছে জেনে নেওয়া যাক।

Infinix Hot 11 ও Infinix Hot 11S-এর Google Play Console লিস্টিং

গুগল প্লে কনসোল থেকে আমরা জানতে পেরেছি, ইনফিনিক্স হট ১১ ফোনটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের সাথে আসবে। যেখানে পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন থাকবে ইনফিনিক্স হট ১১এস ফোনে। আবার বেস মডেলে (ইনফিনিক্স হট ১১) ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর। এতে ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০৮ পিক্সেল) রেজোলিউশনের ডিসপ্লে থাকবে, যার পিক্সেল ডেনসিটি ৪৮০ পিপিআই।

 Infinix Hot 11

আবার এই ফোনটিকে এখানে ৪ জিবি র‌্যাম সহ দেখা গেছে। যদি আমাদের বিশ্বাস লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। ইনফিনিক্স হট ১১ অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে।

অন্যদিকে কোম্পানির তরফে ইনফিনিক্স হট ১১এস ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর থাকার কথা বললেও, গুগল প্লে কনসোল-এ একে মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর সহ খুঁজে পাওয়া গেছে। এছাড়া এই ফোনে ১০৮০x২৪০৮ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে, ৪ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে।

কোম্পানির তরফে এর আগে জানানো হয়েছিল, Infinix Hot 11S ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম রাখা হবে ৯,৯৯৯ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১০,৯৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন