সৌরশক্তি থেকে উৎপন্ন বিদ্যুতে চলছে ইলেকট্রিক গাড়ি, লাদাখে বসল প্রথম Solar EV চার্জিং স্টেশন

নেট জিরো এমিশনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে লাদাখ। ভৌগোলিক বৈচিত্রে যে অঞ্চল বারবার টানে পর্যটনপ্রেমীদের। কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে পরিবেশকে আরও সতেজ করার উদ্দেশ্যে এবার নতুন পদক্ষেপের সাক্ষী থাকল জম্মু-কাশ্মীরের লে জেলার ওই অঞ্চল। লাদাখ পেল তার প্রথম সোলার এনার্জি পাওয়ার্ড ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন।

খবরটি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (Energy Efficiency Services Ltd) বা EFCL-এর সহযোগী সংস্থা কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড (Convergence Energy Services Ltd) বা CESL। সেখানে বৈদ্যুতিক গাড়ির জন্য সৌরশক্তি পরিচালিত ইভি চার্জিং স্টেশন বসিয়েছে তারা।

ইলেকট্রিক গাড়ি তখনই পরিবেশবান্ধব হবে যখন এর চার্জ দেওয়ার শক্তি কাঠকয়লা পুড়িয়ে উৎপন্ন বিদ্যুতের বদলে অরিচরিত দূষণহীন উৎস থেকে আসবে। তাই সূর্যের আলো থেকে শক্তি নিয়ে বিদ্যুৎ উৎপাদনকারী ওই চার্জিং কেন্দ্রটি গড়ে তুলেছে সিইএসএল। একটি ভিডিয়ো প্রকাশ করেছে তারা৷ সেখানে পাশাপাশি কয়েকটি Hyundai Kona Electric গাড়িকে চার্জ নিতে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়াতে হলে আগে প্রয়োজন এই ধরনের গাড়ি চার্জ দেওয়ার পরিকাঠামোর যে উন্নয়ন প্রয়োজন, তা ভালভাবেই উপলব্ধি করছে কেন্দ্রীয় সরকার। নিজ উদ্যোগে বা কোনও বেসরকারি সংস্থার সাথে গাঁটছড়া মিলিয়ে জনসাধারণের জন্য পাবলিক চার্জিং স্টেশন গড়ে তোলার দায়িত্ব অর্পণ করা হয়েছে সিইএসএল-এর উপর।