Vivo Y27 5G বাজার কাঁপাতে আসছে, লঞ্চের আগেই ডিজাইন, স্পেসিফিকেশন ফাঁস

Vivo Y27 সিরিজ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে৷ এই সিরিজে একটি 4G ও 5G মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। সম্প্রতি 4G ভার্সনের ডিজাইন, লঞ্চের তারিখ, এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এবার Vivo Y27 5G-র রেন্ডার সহ প্রচুর বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। এটি আকর্ষণীয় ডিজাইন ও একাধিক কালার অপশনের সাথে আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে।

Vivo Y27 5G-এর রেন্ডার ও স্পেসিফিকেশন ফাঁস

টিপস্টার পারস গুগলানি ভিভো ওয়াই২৭ ৫জি-র রেন্ডারের পাশাপাশি স্পেসিফিকেশনগুলিও প্রকাশ করেছেন। রেন্ডার অনুযায়ী, ডিভাইসটি দুটি কালার অপশনে আসবে – স্টার পার্পল এবং অবসিডিয়ান ব্ল্যাক। এর মধ্যে ব্ল্যাক ভ্যারিয়েন্টে ম্যাট ফিনিশ দেখা যাবে, আর পার্পলে গ্লসি ফিনিশ থাকবে বলে মনে করা হচ্ছে, যা একাধিক রঙকে প্রতিফলিত করবে। ওয়াই২৭ ৫জি-এর পিছনে একটি ফ্ল্যাট প্যানেল থাকবে। প্যানেলের ওপরের অংশে একটি বড় ক্যামেরা আইল্যান্ড অবস্থান করবে, যার মধ্যে একটি ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ মডিউল দেখা যাবে। আর সেলফি ক্যামেরার জন্য ফ্রন্ট প্যানেলের ওপরে একটি ওয়াটারড্রপ নচ থাকবে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, ভিভো ওয়াই২৭ ৫জি মডেলটিতে ৬.৬৪ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর থাকবে, যা ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এটি ভার্চুয়াল র‍্যামও সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y27 5G-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, Vivo Y27 5G বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করবে এবং এতে ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৫৪ (IP54) রেটিং থাকবে।