২৩ ডিসেম্বর বাজারে আসছে Huawei P50 Pocket ফোল্ডেবল ফোন

অনেকদিন ধরেই গুঞ্জন ছিল চীনা সংস্থা হুয়াওয়ে (Huawei) শীঘ্রই বাজারে নিয়ে আসতে চলেছে তাদের নতুন একটি ফোল্ডেবল স্মার্টফোন। এখন সেই গুঞ্জনকে সত্যি করে হুয়াওয়ে ঘোষণা করেছে, আসন্ন ২৩ ডিসেম্বর দুপুর ৩.৩০ (স্থানীয় সময়) নাগাদ সংস্থার তরফে চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে, যেখানে আত্মপ্রকাশ করবে Huawei P50 Pocket স্মার্টফোনটি। আসন্ন লঞ্চ ইভেন্ট নিয়ে একটি টিজারও প্রকাশ করেছে সংস্থা। আর সেই টিজারটি দেখেই অনুমান করা হচ্ছে হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটি হতে চলেছে একটি ফোল্ডেবল ফোন।

Huawei P50 Pocket ফোল্ডেবল স্মার্টফোন ২৩ ডিসেম্বর লঞ্চ হচ্ছে

হুয়াওয়ে তাদের নতুন ফোনের যে টিজারটি প্রকাশ্যে এনেছে, সেখানে স্পষ্টভাবে ফোনটিকে দেখানো হয়নি, তবে সামান্য আভাস দেওয়া হয়েছে। যার থেকে ধারণা করা হচ্ছে হুয়াওয়ে পি৫০ পকেট এডিশনে আসতে পারে ভার্টিক্যাল ফোল্ডিং ডিজাইন সহ। এছাড়াও মনে করা হচ্ছে ফোনটি হোয়াইট ও গোল্ড- অন্তত এই দুটি কালার অপশনে পাওয়া যেতে পারে।

এর আগে শোনা যাচ্ছিল হুয়াওয়ের নতুন ফোল্ডেবল ফোনটি আসতে পারে সংস্থার ফ্ল্যাগশিপ সিরিজ Huawei Mate – এর অধীনে। এই ফোনটি Huawei Mate V নামে Samsung Galaxy Z Flip সিরিজের ফোল্ডেবল ফোনগুলির মত ক্ল্যাম্পশেল ডিজাইন সহ বাজারে পা রাখতে পারে। তাই আজ হুয়াওয়ের ঘোষণা থেকে স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে, Huawei Mate V আর Huawei P50 Pocket ফোল্ডেবল স্মার্টফোনটি আসলে একই ফোন। কেবল ‘Mate’ সিরিজের বদলে হুয়াওয়ের ‘P’ সিরিজের অধীনে লঞ্চ হবে Huawei P50 Pocket।

Huawei P50 Pocket foldable smartphone

সম্প্রতি Huawei Mate V ফোল্ডেবল ফোনটির কভারের একটি রেন্ডার প্রকাশ্যে এসেছিল। রেন্ডারে ফ্লিপ ডিজাইনের এই ফোনের ব্যাক প্যানেলের ওপরে বাঁদিকের ধারে দুটি বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছিল। এই ধরনের ক্যামেরা মডিউলের ডিজাইন রয়েছে Huawei P50 স্মার্টফোনটিতেও।

যদিও এখনও খুব বেশি কিছু প্রকাশ্যে আসেনি Huawei P50 Pocket ফোল্ডেবল স্মার্টফোনটির সম্পর্কে। তবে আশা করা হচ্ছে লঞ্চের আগে বিভিন্ন লিক ও কোম্পানির তরফে আনা প্রমোশনাল টিজারের মাধ্যমে এই ফোন সম্পর্কে অনেক তথ্য সামনে আসবে।

উল্লেখ্য, চীনে ২৩ ডিসেম্বর হুয়াওয়ের লঞ্চ ইভেন্টে Huawei P50 Pocket ছাড়াও লঞ্চ হতে পারে এই ব্রান্ডের বেশকিছু প্রোডাক্ট। সেই তালিকায় থাকতে পারে ব্লাড প্রেসার মনিটরিং সাপোর্ট ফিচার যুক্ত Huawei Watch D smartwatch।