Airtel, Vi-দের চিন্তা বাড়াচ্ছে Jio: 400 টাকার কমে সারামাস ইচ্ছেমত কল করা যাবে, সাথে 61 টাকার ডেটা Free

Recharge Plans Under 400: বর্তমানে ভারতীয় টেলিকম সংস্থাগুলির ঝুলিতে প্রচুর প্রিপেইড প্ল্যান রয়েছে, তাই রিচার্জের সময় নিজের জন্য সঠিক প্ল্যানটি বেছে নিতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। সেক্ষেত্রে আপনি যদি এখন 400 টাকার কমে রিচার্জ করতে চান এবং আপনার দেদার ডেটা-এসএমএস বেনিফিটের পাশাপাশি ফ্রি OTT কন্টেন্ট উপভোগের ইচ্ছে থাকে, তাহলে আমাদের এই প্রতিবেদনে আপনার জন্য থাকছে সেরা বিকল্পের হদিশ। আজ আমরা Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea-র এমন কিছু প্ল্যানের কথা বলব যেগুলি 399 টাকায় গাদাগুচ্ছের সুবিধা দেবে।

Airtel-এর 399 টাকার প্ল্যানে কী লাভ?

এই এয়ারটেল প্ল্যান 28 দিনের বৈধতায় দৈনিক 3 জিবি করে ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন 100টি এসএমএসের সুবিধা দেয়। আবার এতে তিন মাসের জন্য ডিজনি+হটস্টার (Disney+Hotstar)-এর ফ্রি সাবস্ক্রিপশনসহ 15টি ওটিটি অ্যাপ অ্যাক্সেস করা যায়।

Vodafone Idea-র 399 টাকার প্ল্যান

ভোডাফোন আইডিয়া বা ভিআই, তার ইউজারদের জন্য যে 399 টাকার প্ল্যান অফার করে তারও ভ্যালিডিটি 28 দিন। এতে প্রতিদিন 2.5 জিবি ডেটা, 5 জিবি ফ্রি ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং 100টি এসএমএস/রোজ ব্যবহারের সুবিধা পাওয়া যায়। এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসেবে বিনামূল্যে তিন মাসের জন্য ডিজনি+হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন এবং বিঞ্জ অল নাইট জাতীয় বেনিফিট পাবেন রিচার্জকারীরা।

Jio-র 399 টাকার প্ল্যান: সবচেয়ে শক্তিশালী?

রিলায়েন্স জিওর এই প্ল্যানেও গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটির সাথে প্রতিদিন 3 জিবি ডেটা, আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধা, 6 জিবি অতিরিক্ত ডেটা (যার দাম 61 টাকা) এবং রোজ 100টি এসএমএস ব্যবহার করতে পারেন। তবে এতে কোম্পানির নিজস্ব প্ল্যাটফর্মগুলি ছাড়া আর কোনো কিছুর কম্প্লিমেন্টরি অ্যাক্সেস পাওয়া যায়না।

Jio vs Airtel vs Vi: 399 টাকার রিচার্জে কে দিচ্ছে সেরা সুবিধা?

জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া – তিন সংস্থারই 399 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। তবে এয়ারটেলের প্ল্যানে যেখানে মোট 84 জিবি ডেটা পাবেন, সেখানে জিও দেবে মোট 90 জিবি (84 জিবি+6 জিবি এক্সট্রা ) ডেটা। অন্যদিকে ভিআই-এর প্ল্যানে 70 জিবি ডেটা পাওয়া যাবে। তাই বেশি ডেটা পেতে চাইলে জিওর প্ল্যানটি বেছে নেওয়াই ভালো। তবে যদি ডিজনি+হটস্টার বা অন্যান্য ওটিটি (OTT) বেনিফিট পেতে চান, তবে ভোডাফোন আইডিয়া বা এয়ারটেলের হাত ধরাই সঠিক হবে।