5G সাপোর্টের সাথে আসবে Oppo Reno 5, থাকবে Dimensity 800U প্রসেসর

চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ হয় Oppo-র নতুন Reno 4 সিরিজ। প্রথমে গত জুনে এই ফ্ল্যাগশিপ সিরিজের দুটি ফোন Oppo Reno 4 এবং Reno 4 Pro বাজারে এসেছিল। এর প্রায় তিনমাস পর সেপ্টেম্বরে লঞ্চ হয় Oppo Reno 4 SE। এদিকে গতমাসে Reno 4 পরিবারে যোগ হয় আরো একটি নতুন স্মার্টফোন Reno 4F। তবে সম্প্রতি একটি নতুন রিপোর্ট সামনে এসেছে যেখানে বলা হয়েছে, এবার Reno 4 সিরিজের আপগ্রেড সিরিজ আনার পরিকল্পনা করছে Oppo। যার নাম হবে Oppo Reno 5।

রিপোর্ট অনুযায়ী, চীনের TENAA সার্টিফিকেশন সাইটে একটি নামহীন অপ্পো স্মার্টফোনকে দেখা গেছে। এছাড়াও ডিজিটাল চ্যাট স্টেশন নামে পরিচিত জনৈক টিপস্টার একটি নতুন অপ্পো স্মার্টফোন সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করেছে। ধারণা করা হচ্ছে ওই দুটি ফোন আলাদা নয় এবং ফোনটি Oppo Reno 5 হতে পারে।

ইতিমধ্যেই আসন্ন অপ্পো স্মার্টফোনটির কিছু বিবরণ ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, এই নতুন স্মার্টফোনটিতে ৪,২০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এতে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা উপলব্ধ হবে। এছাড়া স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমসহ Oppo এর ColorOS ইন্টারফেসে চলবে। আবার এই ডিভাইসটিতে ২.৪ গিগাহার্জ ক্লক ফ্রিকোয়েন্সিসহ Dimensity 800U চিপ থাকতে পারে। এই ফোনটিতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে বলেও দাবি করা হচ্ছে।

শুধু তাই নয়, স্মার্টফোনটিতে ৬.৪৩ ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ হতে পারে। এছাড়া ফোনটির পরিমাপ ১৫৯.১×৭৩.৪×৭.৯ মিলিমিটার হতে পারে। অন্যদিকে এতে রিয়ার কোয়াড ক্যামেরা (৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল) সেন্সর থাকতে পারে।

আপাতত, নতুন ফোনটি Oppo Reno 5 নামেই বাজারে আসবে কিনা তা এখনো নিশ্চিত নয়, কারণ স্মার্টফোন ব্র্যান্ডটি এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। সুতরাং ফোনটি কবে লঞ্চ হবে সেবিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আশা করা যায়, এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে নতুন ফোনটি বাজারে আসতে পারে।