কম দামে 12 জিবি র‌্যাম, Vivo Y78 (t1) ও Vivo Y78m (t1) নতুন প্রসেসর সহ লঞ্চ হল

Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) মডেল দুটিতে পুরানো এবং কম শক্তিশালী MediaTek Dimensity 6020 (সাধারণত Dimensity 700 নামে পরিচিত) চিপসেটটি রয়েছে

ভিভো নিঃশব্দে চীনে দুটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। আনুষ্ঠানিকভাবে এগুলি Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) নামে আত্মপ্রকাশ করেছে। প্রসঙ্গত, Vivo t1 সংস্করণের ফোনগুলি মূলত মূল মডেলগুলির মতোই হয়, কিন্তু এগুলিতে ভিন্ন চিপসেট থাকে। আর এই ডিভাইসগুলিতে ব্যবহৃত চিপ মূল মডেলের থেকে নিম্নমানের হয় এবং লেটেস্ট Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) প্রোডাক্টগুলির ক্ষেত্রেও তাই হয়েছে। স্ট্যান্ডার্ড Vivo Y78 এবং Vivo Y78m মূলত চীনে যথাক্রমে মে ও আগস্ট মাসে লঞ্চ হয়েছিল। এই দুটি হ্যান্ডসেট একই রকমের এবং একই দামে ভিন্ন কালারে পাওয়া যাবে। আসুন এই নয়া ফোনগুলির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

লঞ্চ হল Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) এডিশন

প্রথমেই জানাই, আগস্ট মাসে লঞ্চ হওয়া ভিভো ওয়াই৭৮এম একমাত্র ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে বিক্রি হয়। অন্যদিকে, ওয়াই৭৮ মডেলটি ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি সংস্করণে এসেছে। আর এখন ভিভো এই ফোনগুলির টি১ সংস্করণ আত্মপ্রকাশ করেছে। নতুন ভিভো ওয়াই৭৮এম (টি১) এবং ভিভো ওয়াই৭৮ (টি১) মডেলগুলির রঙ ছাড়া আর সমস্ত বৈশিষ্ট্যই এক। এগুলি একমাত্র ১২ জিবি + ২৫৬ জিবি মেমরি কনফিগারেশনে লঞ্চ হয়েছে, যার দাম রাখা হয়েছে প্রায় ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৮০০ টাকা)।

কিন্তু, সাম্প্রতিক হ্যান্ডসেটগুলি স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় ডাউনগ্রেড স্পেসিফিকেশন প্রদান করে। এগুলি অনেক কম শক্তিশালী চিপ এবং তুলনায় নিন্মমানের ডিসপ্লে সহ এসেছে। আসল ভিভো ওয়াই৭৮ এবং ভিভো ওয়াই৭৮এম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর দ্বারা চালিত, যা আগে ডাইমেনসিটি ৯৩০ নামে পরিচিত ছিল। এছাড়া, এগুলির ৬.৬৪ ইঞ্চির পাঞ্চ-হোল এলইডি স্ক্রিনের রিফ্রেশ রেট ৬০ হার্টজ, ৯০ হার্টজ এবং ১২০ হার্টজের মধ্যে পরিবর্তিত হতে পারে।

কিন্তু নতুন Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) মডেল দুটিতে পুরানো এবং কম শক্তিশালী MediaTek Dimensity 6020 (সাধারণত Dimensity 700 নামে পরিচিত) চিপসেটটি রয়েছে৷ এছাড়া, ভিভো এই ফোনগুলির ডিসপ্লের রিফ্রেশ রেট স্ট্যান্ডার্ড ৬০ হার্টজে সীমাবদ্ধ করেছে।

এক কথায় বলা যায়, এই Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) সংস্করণগুলি তেমন উল্লেখযোগ্য নয়। কিন্তু স্ট্যান্ডার্ড মডেলগুলির বিক্রি শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছে। এমনকি, Vivo Y78m-এর স্টক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। যদিও, Vivo Y78 এখনও কেনার জন্য উপলব্ধ রয়েছে। এই দিকটি বিবেচনা করে, আগ্রহী ক্রেতারা সাশ্রয়ী মূল্যের Vivo Y78 (t1) এবং Vivo Y78m (t1) মডেলগুলিকে বেছে নিতে পারেন।