Vivo V25 5G আজ চমৎকার ক্যামেরা সহ ভারতে লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার দেখে নিন

Vivo তাদের V সিরিজের নতুন ফোন হিসেবে আজ ভারতে Vivo V25 5G লঞ্চ করতে চলেছে। এর আগে এই সিরিজের অধীনে Vivo V25 Pro 5G ফোনটি এদেশে এসেছিল, যার দাম শুরু হয়েছে ৩৫,৯৯৯ টাকা থেকে। বেস মডেলে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৮ জিবি এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্ট ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ইতিমধ্যেই ফোনটি থাইল্যান্ডে লঞ্চ হয়েছে।

Vivo V25 5G ফোনের জন্য তৈরি মাইক্রো সাইট থেকে জানা গেছে যে, ফোনটি কালার চেঞ্জিং ফ্লোরাইট ফায়ার গ্লাস সহ আসবে। এই ফোনটি Flipkart থেকে পাওয়া যাবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা Flipkart Big Billion Days সেলে এই ফোনের সেল শুরু হবে।

Vivo V25 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ভিভো ভি২৫ ৫জি ফোনটি দুটি কালারে আসবে – ব্লু ও ব্ল্যাক। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর সহ ১২ জিবি পর্যন্ত র‌্যাম থাকেবে। ফোনটি ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য ভিভো ভি২৫ ৫জি ফোনে ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

Vivo V25 5G এর সম্ভাব্য দাম

Vivo V25 5G ফোনের দাম শুরু হতে পারে ৩০,০০০ টাকা থেকে। এই দাম থাকবে ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত আরেকটি বিকল্পেও পাওয়াস্মার্টফোনকে সম্ভবত ৩০,০০০ টাকার নিচে অফিসিয়াল করা হবে। এই দাম ফোনটির ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের জন্য বরাদ্দ করা হতে পারে। আর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত আরেকটি বিকল্পেও পাওয়া যাবে, যদিও এর মূল্য জানা যায়নি।