Hyundai Price Hike: কম দামে কেনার শেষ সুযোগ, এই তারিখ থেকে গাড়ির দাম বাড়াচ্ছে হুন্ডাই

আগের দামে হুন্ডাই মোটর ইন্ডিয়া-র (Hyundai Motor India) গাড়ি কেনার দিন শেষ। নতুন বছরের শুরু থেকেই তাদের সমস্ত গাড়ির দাম বাড়াতে চলেছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে উৎপাদন সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা। সংস্থার তরফে জানানো হয়েছে যে, ২০২৪-এর ১ জানুয়ারি থেকে নতুন মূল্য বলবৎ করা হবে।

Hyundai ভারতে গাড়ির দাম বাড়াচ্ছে

সম্প্রতি ভারতে ব্যবসাকারী বিভিন্ন গাড়ি কোম্পানি নিজেদের প্যাসেঞ্জার ভেহিকেলের দামবৃদ্ধির ঘোষণা করেছে। যে তালিকায় রয়েছে – Maruti Suzuki, Tata Motors ও Mahindra। প্রতিটি কোম্পানিই ২০২৪-এর পয়লা তারিখ থেকেই নিজেদের মডেলগুলি মহার্ঘ হওয়ার কথা জানিয়েছে। এবারে সেই তালিকায় নাম তুলল হুন্ডাই’ও।

এক অফিসিয়াল বিবৃতি প্রকাশ করে হুন্ডাই জানিয়েছে ইনপুট খরচ, এক্সচেঞ্জ রেট এবং যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি সহ নানান কারণে তারা গাড়ির দাম বাড়াতে বাধ্য হয়েছে। এই প্রসঙ্গে হুন্ডাই মোটর ইন্ডিয়া’র সিওও তরুণ গর্গ বলেন, “গাড়ির সামান্য দাম বৃদ্ধির মাধ্যমে উৎপাদন খরচ বৃদ্ধির কিয়দংশ ক্রেতাদের সাথে ভাগ করে নেওয়া হয়েছে।”

হুন্ডাই তাদের কোন গাড়ির দাম কতটা বাড়িয়েছে সেই প্রসঙ্গে মুখ খোলেনি। গর্গের কথায়, “হুন্ডাই মোটর ইন্ডিয়ার তরফে আমরা সর্বদা উৎপাদন খরচ বৃদ্ধি সামাল দিতে চেষ্টা করে এসেছি। এই মূল্যবৃদ্ধি ১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হতে চলেছে।” হুন্ডাইয়ের তরফে জানানো হয়, খরচ বৃদ্ধির সিংহভাগ প্রভাব সংস্থা নিজের কাঁধে নেওয়ার প্রক্রিয়া ভবিষ্যতেও জারি থাকবে।”