নতুন Bullet 350 থেকে নয়া Hero Karizma, আগস্টে এই 3 বাইকে গোটা দেশের নজর

বিগত ক’মাসে ভারতে ব্যাবসাকারী সকল টু-হুইলার কোম্পানিগুলির বিভিন্ন সেগমেন্টে বাইক লঞ্চ করার হিরিক দেখলে সত্যি অবাক হতে হয়। কমিউটার সেগমেন্টের চাইতে যদিও প্রিমিয়াম মডেলগুলির প্রতি অধিক গুরুত্ব আরোপ করছে কোম্পানিগুলি। আসলে দামি গাড়ির প্রতি ক্রেতাদের সীমাহীন ভালবাসা প্রত্যক্ষ করেই এমন পদক্ষেপ। তাই বছরের অন্যান্য মাসের মত আগস্টেও বিভিন্ন টু-হুইলার কোম্পানি তাদের অতি সাধের মোটরসাইকেল হাজির করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। সেই তালিকায় আছে হিরো মোটোকর্প (Hero MotoCorp), রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ও হোন্ডা (Honda)। চলুন একনজরে সেই তালিকাটি দেখে নেওয়া যাক।

নতুন প্রজন্মের Hero Karizma XMR 210

ভারতের স্পোর্টি মোটোরসাইকেলের দুনিয়ায় Hero Karizma একটি কিংবদন্তি নাম। ভরসা ও সাশ্রয়ী মূল্যের কারণে এটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু একসময় এর বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় হিরো। এবারে পুরনো সুখ্যাতি ফিরিয়ে আনতে উদ্যোগী সংস্থা। ২৯ আগস্ট Hero Karizma XMR 210 নামে হাজির হতে চলেছে নতুন প্রজন্মের মডেলটি।

আগের ভার্সনের চাইতে বেশকিছু আধুনিকতা নজরে পড়বে এতে। ডিজাইন ও ফিচারে যার ছোঁয়া বর্তমান। এর দাম ১.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Yamaha R15 V4, Bajaj Pulsar RS 200 ও Suzuki Gixxer SF 250. শক্তি জোগাতে এতে একটি ২১০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থাকবে, যা থেকে ২৫ বিএইচপি শক্তি ও ৩০ এনএম টর্ক উৎপন্ন হবে। ট্রান্সমিশনের দায়িত্ব সামলাতে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স।

নতুন প্রজন্মের Royal Enfield Bullet 350

৩০ আগস্ট ভারতের বাজারে নতুন প্রজন্মের Bullet 350 লঞ্চ হচ্ছে। সংস্থার নতুন J-প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে এটি। শক্তির উৎস হিসেবে থাকছে একটি ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ২০ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে সঙ্গত দিতে থাকছে ৫-গতির গিয়ারবক্স। এই একই ইঞ্জিন Classic 350, Hunter 350 ও Meteor 350-তেও ব্যবহার করা হয়েছে।

Honda SP 160

সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হোন্ডা তাদের ১৬০ সিসির নতুন মোটরসাইকেল SP 160 লঞ্চ করতে চলেছে। এটি SP 125-এর বড় ভার্সন হিসেবে আসবে। শক্তির জোগাতে এতে Unicorn 160-এর ইঞ্জিনটি ব্যবহার করা হবে। এটি থেকে প্রায় ১৩ বিএইচপি শক্তি উৎপাদিত হবে।