এক চার্জে ব্যবহার করা যাবে ৪৫ দিন, ভারতের বাজারে লঞ্চ হল নতুন Truke Horizon W20 স্মার্টওয়াচ

বর্তমান সময়ে আধুনিক ঘড়ির চাহিদা বেশ বেড়েছে। সাধারণ অ্যানালগ হাতঘড়ির তুলনায় অধিকাংশই ডিজিটাল প্রযুক্তি এবং ফিচারে ঠাসা স্মার্টওয়াচ বেছে নিচ্ছেন। সেক্ষেত্রে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার সাথে পাল্লা দিতে এবার ভারতীয় বাজারে পা রাখল নতুন Truke Horizon W20 (ট্রুক হরিজন ডব্লিউ২০) স্মার্টওয়াচ। বাজেট রেঞ্জে আসা এই ঘড়িটি হাই অ্যাকুরেসির জিপিএস, বড় ব্যাটারি এবং একাধিক স্পোর্ট মোড অফার করবে। আগ্রহ বোধ করছেন? তবে আসুন Truke Horizon W20 নামক এই স্মার্টওয়াচের দাম, ফিচার বা লভ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

Truke Horizon W20 স্মার্টওয়াচের দাম, উপলব্ধতা

সদ্য লঞ্চ হওয়া ট্রুক হরিজন ডব্লিউ২০-এর দাম রাখা হয়েছে ২,৯৯৯ টাকা। এটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে।

Truke Horizon W20 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

এই ট্রুক হরিজন ডব্লিউ২০ স্মার্টওয়াচে রয়েছে ১.৬৯ ইঞ্চি ফুল স্ক্রিন টাচ এইচডি কালার ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০×২৮০ পিক্সেল। এতে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ৫.০ অপশন দেওয়া হয়েছে। সাথে রয়েছে ২৪×৭ হার্ট-রেট সেন্সর, রক্তচাপ মনিটর, ট্রু ব্লাড অক্সিজেন লেভেল ট্র্যাকার (SpO2), পেডোমিটার এবং স্লিপ মনিটরের মত হেল্থ ফিচার। উল্লেখ্য ঘড়িটি বিল্ট ইন গ্র্যাভিটি সেন্সর বহন করবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ইউজাররা পাবেন ৩০০ এমএএইচ ব্যাটারি যা একক চার্জে ৪৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে।

মিলবে এই স্মার্ট ফিচারগুলিও

এই স্মার্টওয়াচটিকে জিপিএস ফাংশন ছাড়া ১৬৮ ঘন্টা পর্যন্ত এবং জিপিএস ফাংশনসহ ১২০ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। আবার এর পাওয়ার সেভিং মোডের সাহায্যে, ব্যাটারির আয়ু ১৪ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। বলে রাখি স্মার্টওয়াচটি স্মার্ট নোটিফিকেশন, ডিএনডি মোড, সেডেন্টারি রিমাইন্ডার, ওয়েদার আপডেট, মিউজিক কন্ট্রোল এবং ১০০+ ক্লাউড ভিত্তিক ওয়াচ ফেসের মত ফিচারের সাথে এসেছে। তদুপরি এটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে।