Broadband Plan: স্বল্পমূল্যের ব্রডব্যান্ড প্ল্যান খোঁজ করছেন? এই সংস্থা দিচ্ছে ৪৯৯ টাকায় আনলিমিটেড ডেটা

গ্রাহকদের চাহিদা অনুযায়ী ভারতের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী একাধিক সংস্থা পৃথক পৃথক মূল্যের ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে বাজারে হাজির। সেক্ষেত্রে তাদের কাছে উচ্চগতির পরিষেবা ব্যবহারের পক্ষে উপযোগী অপেক্ষাকৃত বেশি দামের প্ল্যান ছাড়াও, স্বল্পমূল্যের বহু রিচার্জ বিকল্প রয়েছে। ছাত্রছাত্রী, একক ব্যক্তি বা ছোট পরিবারের সদস্যদের জন্য এই স্বল্পমূল্যে আগত ব্রডব্যান্ড প্ল্যানগুলি বেশ ফায়দার হতে পারে। তাই এই আলোচ্য প্রতিবেদনে আমরা তুলনামূলক কম দামে বিদ্যমান এহেন কয়েকটি ব্রডব্যান্ড প্ল্যানের কথা তুলে ধরবো, যারা ইউজারদের সবচেয়ে বেশি ৪০ এমবিপিএস (Mbps) গতিতে পরিষেবা উপভোগের সুযোগ করে দেয়।

ACT -এর সাশ্রয়ী ব্রডব্যান্ড অফার

বেঙ্গালুরু ভিত্তিক আইএসপি (ISP) এসিটি (ACT) -এর ৪০ এমবিপিএস গতির সাথে আগত পরিষেবা উপভোগের জন্য আগ্রহী ‘ACT Basic Plan’ বেছে নিতে পারেন। এই প্ল্যানের মূল্য এমনিতে মাসিক ৫৪৯ টাকা হলেও, এসিটি’র বিদ্যমান অফারের কারণে বর্তমানে ৬ মাসের জন্য প্ল্যানটি বেছে নিলে মাসিক ৪৭০ টাকা পরিশোধ করতে হবে। এর বিনিময়ে গ্রাহকেরা ৫০০ জিবি পর্যন্ত ডেটা, সর্বোচ্চ ৪০ এমবিপিএস দ্রুততার সঙ্গে খরচ করতে পারবেন। তবে এফইউপি (FUP) সীমা অতিক্রমের পরে ইন্টারনেট গতি ৫১২ কেবিপিএসে (Kbps) পরিণত হবে।

Connect Broadband -এর 40_Mbps প্ল্যান

পাঞ্জাব, হরিয়াণা, জম্মু-কাশ্মীর সহ উত্তর ভারতের আরো কিছু রাজ্যে উপলব্ধ এই ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী মাসিক ৪৯৯ টাকার বিনিময়ে ৪০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ডেটা খরচের পক্ষে উপযোগী রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এটি বেছে নিলে কোনরকম বাধা ছাড়াই ডেটা খরচের পাশাপাশি অফুরন্ত লোকাল ও এসটিডি (STD) কল করা সম্ভব হবে।

Airtel ব্রডব্যান্ডের সাশ্রয়ী Basic প্ল্যান

Xstream ফাইভ এর কানেকশনের সাথে এয়ারটেল গ্রাহকদের মাসিক ৪৯৯ টাকা খরচের বিনিময়ে ৪০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড প্ল্যান প্রদান করে থাকে। এয়ারটেলের এই ‘বেসিক’ প্ল্যান রিচার্জ করলে আগ্রহীরা ৩.৩ টিবি অর্থাৎ ৩৩০০ জিবি পর্যন্ত অফুরন্ত ইন্টারনেট ডেটা ব্যয় করার সুযোগ পাবেন। তাছাড়া এই প্ল্যান মনকাড়া ‘Airtel Thanks Benefits’ -এর সাথে উপলব্ধ।

Netplus Broadband -এর আকর্ষণীয় অফার

এই সংস্থাটি মাসিক ৪৯৯ টাকার বিনিময়ে আক্ষরিক অর্থেই অফুরন্ত ডেটা খরচের সুবিধা প্রদান করে থাকে। এক্ষেত্রে এফইউপি (FUP) সীমা অনুপস্থিত থাকায় গ্রাহকেরা ৪০ এমবিপিএস গতিতে নিজের খুশি অনুযায়ী ডেটা ব্যয়ের সুযোগ পেয়ে যান। তাছাড়া প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলিং সুবিধার সাথে বিদ্যমান।