আগামী সপ্তাহে Samsung ভারতে আনছে The Serif TV সিরিজ

Samsung ইলেকট্রনিক্স তাদের নতুন প্রিমিয়াম The Serif TV ভারতে লঞ্চ করার তোড়জোড় শুরু করলো। এই টিভি সিরিজ কে কোম্পানি ৮৫ হাজার টাকার রেঞ্জে বাজারে আনতে পারে। জানা গেছে আগামী সপ্তাহেই স্যামসাং সেরিফ টিভি ভারতে চলে আসবে। এই টিভি 4K QLED টেকনোলজির সাথে আসবে। এই টিভিতে AirPlay 2 দেওয়া হবে, যার দ্বারা ব্যবহারকারীরা অ্যাপল ডিভাইসের মাধ্যমে ভিডিও, মিউজিক ও ছবি শেয়ার করতে পারবে। সাথে এই টিভিতে ভয়েস কন্ট্রোল পাওয়া যাবে। অর্থাৎ ভয়েস অ্যাসিস্ট্যান্ট Alexa এবং Bixby টিভির সাথে সংযুক্ত থাকবে।

The Serif সিরিজ কে ফ্রান্সের ডিজাইনার Duo Brother Ronan এবং Erwan Bouroullec ডিজাইন করেছে। এই টিভিকে একটি বড় জায়গায় সেট করা যাবে। এই টিভিকে ইউনিক Unibody ডিজাইনের সাথে পেশ করা হবে। এটি স্যামসাংয়ের প্রথম টিভি যেখানে ইনবিল্ট NFC টেকনোলজি সাপোর্ট করবে। যার সাহায্যে ব্যবহারকারীরা স্ট্রিমিং মিউজিক এবং অন্যান্য কনটেন্ট স্মার্টফোনে অ্যাক্সেস করতে পারবে।

প্রসঙ্গত সেরিফ টিভি কে কোম্পানি এর আগে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এই টিভি সিরিজ কে কোম্পানি ৪৩ ইঞ্চি, ৪৯ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি মডেলে পেশ করেছে। এই টিভি সিরিজ ব্লু, ক্লাউড হোয়াইট, হোয়াইট কালারে পাওয়া যাবে। এই টিভিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেটি ব্যাকগ্রাউন্ডে নয়েজ ক্যানসেল করে দেয়।

এই টিভি কে কম্পিউটার ডিসপ্লে হিসাবে ব্যবহার করা যাবে। অ্যাপের সাহায্যে এই টিভি কন্ট্রোল করা যাবে। আপনাকে জানিয়ে রাখি স্যামসাং কিছুদিন আগেই তাদের অনলাইন টিভির নতুন Frame TV (2020) সিরিজ ভারতে লঞ্চ করেছে। এরসাথে কোম্পানি আরও দশটি মডেল লঞ্চ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *