মাত্র 8400 টাকায় 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোন, Tecno Spark 20 Pro বড় ব্যাটারি সহ লঞ্চ হল

ফিলিপাইনে Tecno Spark 20 Pro স্মার্টফোনের দাম ৫,৫৯৯ পেসো (ভারতীয় মূল্যে আনুমানিক ৮,৪০০ টাকা) রাখা হয়েছে।

চলতি মাসের প্রথমার্ধে Tecno Spark 20 স্মার্টফোনের ঘোষণা করা হয়। এক মাস পূরণ হওয়ার আগেই অর্থাৎ আজ (১৬ই ডিসেম্বর) আলোচ্য ফোনের একটি উচ্চতর মডেলের উপর থেকে আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠালো Tecno। এটি Tecno Spark 20 Pro নামে ফিলিপাইনের বাজারে এসেছে। বিশেষত্বের কথা বললে, এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে, অক্টা-কোর প্রসেসর, ২৫৬ জিবি স্টোরেজ, ১০৮ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, স্টেরিও স্পিকার সিস্টেম এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। চলুন নতুন Tecno Spark 20 Pro স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক…

Tecno Spark 20 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো স্পার্ক ২০ প্রো স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এতে মালি-জি৫৭ জিপিইউ এবং অক্টা-কোর হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। আবার স্টোরেজ হিসাবে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি সম্প্রসারণযোগ্য।

Tecno Spark 20 Pro স্মার্টফোনে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ লাইট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ০.০৮ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। তদুপরি কানেক্টিভিটির জন্য এতে – ডুয়াল সিম কার্ড স্লট, 4G VoLTE, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি, ব্লুটুথ, জিপিএস, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত৷ অন্যান্য বৈশিষ্ট্য হিসাবে সামিল থাকছে – সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্টেরিও স্পিকার সিস্টেম। Tecno Spark 20 Pro ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP53 রেটিং প্রাপ্ত।

Tecno Spark 20 Pro স্মার্টফোন দাম

ফিলিপাইনে Tecno Spark 20 Pro স্মার্টফোনের দাম ৫,৫৯৯ পেসো (ভারতীয় মূল্যে আনুমানিক ৮,৪০০ টাকা) রাখা হয়েছে। এটি – মুনলিট ব্ল্যাক, ফ্রস্টি আইভরি, সানসেট ব্লাশ এবং ম্যাজিক স্কিন গ্রিন কালার অপশনে এসেছে।

এটি বর্তমানে ফিলিপাইনে শপই (Shoppe) ওয়েবসাইটের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ। তবে ভারত এবং বিশ্ববাজারের ক্ষেত্রে ডিভাইসটির প্রাপ্যতা সম্পর্কিত কোনও তথ্য এখনো জানা সম্ভব হয়নি।