Hero সত্যিই অপ্রতিরোধ্য! জুনে হোন্ডার থেকেও এক লাখের বেশি বাইক-স্কুটার বিক্রির নজির

প্রতি মাসে লক্ষ লক্ষ ভারতীয় নিজেদের ব্যক্তিগত ব্যবহারের জন্য স্কুটার এবং মোটরবাইক কিনে থাকেন। বর্তমানে ভাল ফিচার্সের টু-হুইলারের চাহিদা বাড়ছে। পাশাপাশি মাইলেজ এবং দামের বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। বলা ভালো কমিউটার বাইক ও স্কুটারের বিক্রিই এদেশে সবচেয়ে বেশি। জুনেও যার ধারা অব্যাহত। গত মাসে বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল ভারতীয় টু-হুইলার কোম্পানিগুলি। যার মধ্যে রয়েছে Hero MotoCorp, Honda, Suzuki, Royal Enfield, TVS ও Bajaj। এই প্রতিবেদনে ভারতে সংস্থাগুলির সেলসের পরিসংখ্যান দেওয়া হল।

Hero MotoCorp ও Honda সবার প্রথমে

অন্যান্য মাসের মতো জুনেও Hero MotoCorp দেশের “বৃহত্তম টু-হুইলার কোম্পানি”র খেতাব বজায় রেখেছে। পরিসংখ্যান বলছে গত মাসে সংস্থাটি মোট ৪,২২,৭৫৭ ইউনিট মোটরসাইকেল এবং স্কুটার বিক্রি করেছে। যদিও আগের বছর জুন এবং ২০২৩-এর মে-এর তুলনায় যথাক্রমে ১৬% ও ৯% বিক্রি কমতে দেখা গেছে। দ্বিতীয় স্থান দখল করেছে Honda। জাপানি সংস্থাটি আগের মাসে মোট ৩,০২,৭৫৬টি দু’চাকা গাড়ি। ২০২২-এর জুন এবং এ‌ বছর মে’এর তুলনায় বেচাকেনাতে যথাক্রমে ১৫% ও ২.৭% ভাটা গেছে।

TVS ও Bajaj

টু-হুইলার বিক্রির নিরিখে তৃতীয় স্থানে টিভিএস। জুনে সংস্থাটির মোট ২,৩৫,৮৩৮ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার নতুন গ্রাহকের গ্যারেজে ঠাই পেয়েছে। আগের বছরের জুনের চাইতে বিক্রিতে ২২ শতাংশ অগ্রগতি ঘটেছে। তবে এ বছর মে’র তুলনায় বিক্রি কমেছে ৬.৬%। আগের মাসে Bajaj-এর মোট ১,৬৬,২৯২ ইউনিট টু-হুইলার বিক্রিবাটা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বিক্রি বাড়িয়েছে সংস্থাটি।

Suzuki ও Royal Enfield

Suzuki Motor Corporation এ বছর জুনে স্কুটার ও মোটরসাইকেলের মোট ৮০,৭৩৭ মডেল বিক্রি করেছে। আগের বছর ওই সময়ের তুলনায় বিক্রি ১৮.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবশেষে Royal Enfield গত মাসে দেশে ৬৭,৪৯৫ ইউনিট মোটরসাইকেল বিক্রির করেছে। যা আগের বছরের জুনের তুলনায় যা ৩৪ শতাংশ বেশি।