Android 12 নির্ভর One UI 4.1 আপডেট পেল Samsung-এর এই স্মার্টফোন

ফ্ল্যাগশিপের পর এবার বিভিন্ন মিড-রেঞ্জ স্মার্টফোনে দ্রুত গতিতে Android 12 নির্ভর One UI 4.1 আপডেট রোলআউট করছে Samsung। কয়েকমাস আগে ব্রাজিলে Galaxy A72 মডেলে এই আপডেট রিলিজ হয়েছিল। আর এখন লেটেস্ট আপডেটটি ব্রাজিলে পৌঁছে গিয়েছে।

Samsung Galaxy A72 এখন Android 12 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে One UI 4.1 মোবাইল সফটওয়্যারের আপডেট পাচ্ছে। এটি A725MUBU4BVC1 বিল্ড নম্বরের সাথে এসেছে৷ সাইজ ১.২ মেগাবাইট। আপডেটটি ২০২২-এর মার্চের সিকিউরিটি প্যাচ সঙ্গে নিয়ে এসেছে। প্রসঙ্গত, গত মাসে ডিভাইসটির জন্য Android 12 বিল্ড আপডেট হয়েছিল। কিন্তু সেটি ছিল One UI 4.0 সংস্করণ।

নতুন আপডেট আসার ফলে স্যামসাং ওয়ালেট এখন পার্সোনাল ডকুমেন্ট সাপোর্ট করবে‌। কয়েকটি প্রোপাইটারি আপডেটেড অ্যাপ্লিকেশনও এনেছে এটি। ফটোগ্রাফির জন্য ক্যামেরার ক্ষেত্রেও সফটওয়্যার ইমপ্রুভমেন্ট আসবে One UI 4.0 ইন্সটলের পর।

গত বছর লঞ্চ হওয়া Samsung Galaxy A72 স্মার্টফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৬৪+৮+১২+৫ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, Snapdragon 720G প্রসেসর, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।