রাজার প্রবেশ! OnePlus 11 লঞ্চ হল সনি ক্যামেরা ও Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাথে, দাম দেখে নিন

আজ অর্থাৎ ৪ঠা জানুয়ারি OnePlus 11 চীনের বাজারে লঞ্চ হল। OnePlus তাদের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে অ্যালার্ট স্লাইডারের প্রত্যাবর্তন ঘটিয়েছে। এছাড়া এতে একাধিক উল্লেখযোগ্য ফিচার বিদ্যমান আছে। যেমন – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের QHD+ ডিসপ্লে প্যানেল, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম, সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম, কোয়ালকমের সর্বশেষ প্রসেসর এবং ১০০ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং টেকনোলজি অফার করবে এই মডেলটি। সর্বোপরি টেক ব্র্যান্ডটি তাদের এই নয়া হ্যান্ডসেটের ক্যামেরা Hasselblad সংস্থার সাথে হাত মিলিয়ে ডেভেলপ করেছে। চলুন OnePlus 11 স্মার্টফোনের দাম, লভ্যতা ও বিশেষত্বগুলির সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ওয়ানপ্লাস ১১ -এর স্পেসিফিকেশন (OnePlus 11 Specifications)

ওয়ানপ্লাস ১১ ফোনের সর্বাধিক উল্লেখযোগ্য ফিচার হল, দীর্ঘ সময় পর সংস্থাটি পুনরায় অ্যালার্ট স্লাইডার ফিরিয়ে এনেছে এই মডেলে। ডিজাইনের নিরিখে, স্প্ল্যাশ প্রতিরোধের জন্য এটি মেটাল ফ্রেম এবং IP54 সার্টিফিকেশন সহ এসেছে। এই ফোনে ৬.৭-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (৩২১৬x১৪৪০ পিক্সেল) Samsung E4 AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এর LTPO 3.0 প্যানেল ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ডলবি ভিশন প্রযুক্তি সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ (OxygenOS 13) কাস্টম স্কিন দ্বারা চালিত। স্টোরেজ হিসাবে এতে ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি UFS 4.0 রম বর্তমান। আবার ডিভাইসটি যাতে দীর্ঘ সময়ের ব্যবহারে ওভার-হিট না হয়ে যায় তার জন্য এতে ভিসি লিকুইড কুলিং সিস্টেম বিদ্যমান।

আগেই বলেছি, OnePlus 11 স্মার্টফোনের ক্যামেরা হ্যাসেলব্লাড (Hasselblad) সংস্থার সাথে অংশীদারিত্বে ডেভলপ করা হয়েছে। এক্ষেত্রে ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – OIS-এনাবল ৫০ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, আল্ট্রা-ওয়াইড লেন্স ও অটোফোকাস সমর্থিত ম্যাক্রো ভিশন সহ ৪৮ মেগাপিক্সেল Sony IMX581 সেকেন্ডারি সেন্সর, এবং ২এক্স টেলিফোটো লেন্স যুক্ত ৩২ মেগাপিক্সেল Sony IMX709 RGBW টারশিয়ারি সেন্সর। আর ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার দেখা যাবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, নবাগত OnePlus 11 বায়োনিক ভাইব্রেশন মোটর এবং ডুয়াল স্টেরিও স্পিকার সহ এসেছে। কানেক্টিভিটির জন্য এই হ্যান্ডসেটে – ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ডুয়াল সিম স্লট, GNSS, NFC এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত৷ পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। এই ফোনের পরিমাপ ১৬৩.১x৭৪.১x৮.৫৩ মিমি এবং ওজন ২০৫ গ্রাম।

ওয়ানপ্লাস ১১ -এর দাম ও প্রাপ্যতা (OnePlus 11 Price and Availability)

ওয়ানপ্লাস ১১ স্মার্টফোনকে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে চীনের বাজারে নিয়ে আসা হয়েছে। মডেলগুলির দামের বিশদ নিম্নরূপ –

১২ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ – ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৯০০ টাকা)
১৬ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ – ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫২,৭০০ টাকা)
১৬ জিবি র‌্যাম+৫১২ জিবি স্টোরেজ – ৪,৮৯৯ ইউয়ান (প্রায় ৫৮,৭০০ টাকা)

আজ থেকেই চীনের বাজারে এমেরাল্ড গ্রীন ও ভলক্যানিক ব্ল্যাক কালার বিকল্পের সাথে প্রি-অর্ডার করা যাবে ডিভাইসটি। আর আগামী ৯ই জানুয়ারী থেকে এর সেল শুরু হবে। প্রসঙ্গত ওয়ানপ্লাস ১১ আগামী ৭ই ফেব্রুয়ারি বিশ্ববাজারে লঞ্চ হবে।