হার্ট রেট ট্র্যাক সহ রয়েছে একাধিক ফিচার, Amazfit Pop 3R স্মার্টওয়াচ মধ্যবিত্তের বাজারে লঞ্চ হল

ভারতীয় বাজারে Amazfit Pop 3R স্মার্টওয়াচের সিলিকন স্ট্র্যাপ মডেলের দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা

ভারতের লঞ্চ হল Amazfit সংস্থার নতুন Amazfit Pop 3R স্মার্টওয়াচ। প্রসঙ্গত উল্লেখ্য, এর কিছুদিন আগেই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছে সংস্থার Cheetah এবং Cheetah Pro নামে দুটি নতুন স্মার্টওয়াচ। ভারতে আসা পপ সিরিজের নতুন এই স্মার্টওয়াচে রয়েছে একাধিক হেলথ সেন্সর এবং এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট -এর সুবিধা। আবার সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে এর ব্যাটারি ১২ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Amazfit Pop 3R স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Amazfit Pop 3R-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Amazfit Pop 3R স্মার্টওয়াচের সিলিকন স্ট্র্যাপ মডেলের দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা। এটি ব্ল্যাক এবং সিলভার কালার অপশনে এসেছে। পাশাপাশি এর মেটালিক সিলভার মডেলের দাম থাকছে ৩,৯৯৯ টাকা। আগামী ২৯ জুন থেকে শুরু হবে এর বিক্রি। আগ্রহী ক্রেতারা সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন ঘড়িটি।

Amazfit Pop 3R-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Amazfit Pop 3R স্মার্টওয়াচটি গোলাকৃতির ১.৪৩ ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৪৬৬ x ৪৬৬ পিক্সেল। তাছাড়া এতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে। যদিও এর জন্য ব্যাটারির উপর কোনও প্রভাব পড়বে না। শুধু তাই নয়, ব্যবহারকারী তার পছন্দমত ওয়াচফেস বেছে নেওয়ার সুযোগ পাবেন ঘড়িটিতে।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট ট্র্যাকার, SpO2 মনিটর, স্ট্রেস লেভেল মনিটর উপলব্ধ। আবার কানেক্টিভিটির প্রসঙ্গে বলতে গেলে ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.২। সেই সঙ্গে হাতের ঘড়ি থেকে ফোন কল করার জন্য এতে ইন-বিল্ট মাইক্রোফোন ও স্পিকার বর্তমান। তাছাড়া ঘড়িটি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। এর বিল্ট-ইন জিপিএস আউটডোর ওয়ার্কআউটের কাজে ব্যবহার পারবেন।

তদুপরি ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হলো ক্যালেন্ডার রিমাইন্ডার, কল নোটিফিকেশনারি, সিডেন্টারি রিমাইন্ডার, মিউজিক ক্যামেরা কন্ট্রোল এবং স্মার্টফোন অ্যাপ নোটিফিকেশন রিমাইন্ডার।

এবার আসা যাক Amazfit Pop 3R স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১২ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিং প্রাপ্ত।