মার্চে ৭৯ লক্ষ নতুন গ্রাহক নিয়ে রিলায়েন্স জিও ফের এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া কে পিছনে ফেললো

গত বছরে প্রথম জানা গিয়েছিল, Reliance Jio চলতি বছরে নিজের কাস্টমারবেস ৫০০ মিলিয়নে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। যদিও বছরের গোড়ার দিকে এই প্রাইভেট টেলকোটি কৃষক আন্দোলন সহ বিভিন্ন কারণে হোঁচট খায়, তবে এর কিছুদিন পর থেকে তারা লাভের মুখ দেখতে শুরু করে। সেই ধারা বজায় রেখে বছরের প্রথম প্রান্তিকের শেষে তারা রেকর্ড হারে নতুন গ্রাহক পেয়েছে বলে জানা গেছে। আসলে গতকাল অর্থাৎ শুক্রবার, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) কিছু তথ্য প্রকাশ করেছে, যাতে দেখা গেছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রিলায়েন্স জিও গত মার্চ মাসে নিজের নেটওয়ার্কে ৭৯ লাখ ইউজার সংযুক্ত করেছে। এর ফলে খুব সহজেই তারা দুই প্রতিদ্বন্দ্বী Airtel (এয়ারটেল) এবং Vodafone Idea (ভোডাফোন আইডিয়া) বা Vi-কে পেছনে ফেলেছে।

Reliance Jio ছাড়াও মার্চ মাসে Vodafone Idea এবং Airtel গ্রাহক বাড়িয়েছে

TRAI-এর রিপোর্ট অনুযায়ী, মার্চে এয়ারটেল ৪০.৫ লক্ষ নতুন ওয়্যারলেস গ্রাহক পেয়েছে; যেখানে ভোডাফোন আইডিয়া (Vi)-র গ্রাহকসংখ্যা বেড়েছে ১০.৮ লক্ষ। কিন্তু এই দুটি সংস্থাকে ছাপিয়ে বেশি গ্রাহক (প্রায় ৮ মিলিয়ন) অর্জন করায় রিলায়েন্স জিও-র গ্রাহক দাঁড়িয়েছে ৪২.২৯ কোটিতে।

এক্ষেত্রে মার্চ পর্যন্ত এয়ারটেলের মোট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৫.২৩ কোটি। আবার দীর্ঘ সময় পর, মার্চে Vi, নিজের গ্রাহক সংখ্যা ২৮.৩ কোটি অবধি বাড়াতে পেরেছে।

উল্লেখ্য, TRAI-এর রিপোর্টে আরো বলা হয়েছে যে, ২০২১ সালের মার্চ মাসের শেষে ভারতে টেলিফোন গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০.১ কোটি; এই ঘটনায় মাসিক বৃদ্ধির হার ১.১২%। এছাড়া শহর এবং গ্রামীণ অঞ্চলে টেলিফোন সাবস্ক্রিপশনের মাসিক বৃদ্ধির হার যথাক্রমে ০.৯২ শতাংশ এবং ১.৩৭ শতাংশ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন