২০,০০০ টাকার রেঞ্জে উপলব্ধ এই ৫টি স্মার্টফোন মার্কেটে সেরা, মিলবে ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ

বাজেট কিংবা মিড-রেঞ্জে নজরকাড়া ডিজাইন এবং একগুচ্ছ কার্যকর ফিচারে ঠাসা স্মার্টফোন কেনা এখন আর দুঃসাধ্য ব্যাপার নয়। বিশেষত জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে যেভাবে সারা বছর ধরে লাইন দিয়ে একের পর এক সেল আয়োজিত হয়, তাতে সাধ্যের মধ্যে স্মার্টফোন কেনা এখন হাতের মোয়া। তাই আপনারা যারা বর্তমানে একটি নতুন স্মার্টফোন কিনতে ইচ্ছুক এবং যাদের বাজেট ২০,০০০ টাকার আশেপাশে, তাদের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন। আসলে আজ আমরা এমন ৫টি সেরা মিড-রেঞ্জ স্মার্টফোনের হদিশ দেব, যেগুলি আপনারা বর্তমানে Flipkart (ফ্লিপকার্ট) থেকে একাধিক আকর্ষণীয় অফারের সুবাদে দুর্দান্ত ছাড়ে কেনার সুযোগ পাবেন। তো চলুন, দেরি না করে এই বিষয়ে বিস্তারিত জেনে নিই…

২০,০০০ টাকার কমে উপলব্ধ পাঁচটি সেরা ফোন

Realme 8 Pro

৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ক্যাপাসিটিযুক্ত ইনফিনিটি ব্ল্যাক কালারের রিয়েলমি ৮ প্রো স্মার্টফোনটি বর্তমানে ফ্লিপকার্টে ৯ শতাংশ ছাড়ে ২০,০১৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া, এই ফোনটি কেনার ক্ষেত্রে ই-কমার্স সাইটটি ১৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফার ছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক দিচ্ছে ফ্লিপকার্ট। তবে আপনার লোকেশনে এই সুবিধাটি উপলব্ধ কি না সেটি আপনাকে একবার চেক করে দেখে নিতে হবে।

Infinix Note 10 Pro

ইনফিনিক্স নোট ১০ প্রো-এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ফ্লিপকার্ট থেকে ১৫ শতাংশ ছাড়ের সুবাদে ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে। উপরন্তু, এই স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে ১৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে। সেইসাথে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড মারফত ফোনটির খরিদ্দারী করলে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।

Samsung Galaxy A22 5G

এই স্মার্টফোনটির বেগুনি রঙের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলটি বর্তমানে ৪ শতাংশ ছাড়ের সুবাদে ক্রেতারা ফ্লিপকার্ট থেকে ১৭,৩৮০ টাকায় কিনতে সক্ষম হবেন। এছাড়া, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক মিলবে। তবে মনে রাখবেন, এই ফোনটিতে কোনো এক্সচেঞ্জ অফার উপলব্ধ নয়।

Vivo Y73

ফোনটির ডায়মন্ড ফ্লেয়ার রঙের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৭ শতাংশ ডিসকাউন্টে বর্তমানে ফ্লিপকার্ট থেকে ১৯,৩৯০ টাকায় কেনা যাবে। এই ফোনটি কেনার ক্ষেত্রে কোনো এক্সচেঞ্জ ও ব্যাঙ্ক অফার পাওয়া যাবে না।

Realme Narzo 30 Pro 5G

৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ক্যাপাসিটিযুক্ত ব্লেড সিলভার কালারের এই ফোনটি এখন ফ্লিপকার্টে ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। যদিও এই ফোনটিতে কোনো ডিসকাউন্ট অফার নেই, তবে এক্সচেঞ্জ এবং ব্যাংক অফারের সুবাদে হ্যান্ডসেটটির দাম ক্রেতারা আরও খানিকটা কমিয়ে আনতে পারবেন। এই স্মার্টফোনটিতে ১৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা মিলবে। এছাড়া, ব্যাঙ্ক অফার হিসেবে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাওয়া যাবে।