BYD: পেট্রল-ডিজেল চালিত গাড়ির উৎপাদন চিরতরে বন্ধ ঘোষণা করল এই প্রখ্যাত সংস্থা

চীনের বৃহত্তম ব্যাটারিচালিত গাড়ি প্রস্তুতকারী বিওয়াইডি (BYD) গত মাস থেকে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনযুক্ত গাড়ির উৎপাদনে তালা ঝুলিয়েছে বলে ঘোষণা করল। সংস্থার দাবি, বৈদ্যুতীকরণ কৌশলের অংশ হিসাবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে পেট্রল-ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি তৈরি বন্ধ করে এখন শুধু সম্পূর্ণ বৈদ্যুতিক এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ির উৎপাদন করার কথা জানিয়েছে বিওয়াইডি।

সংস্থাটি হংকংয়ের শেয়ার মার্কেটকে দেওয়া বিবৃতিতে বলেছে, ভবিষ্যতে বিওয়াইডি শুধুমাত্র পিওর ইলেকট্রিক এবং প্লাগ-ইন হাইব্রিড (ব্যাটারির পাশাপাশি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনে চলার ব্যবস্থা) গাড়িতে মনোনিবেশ করবে। অর্থাৎ সম্পূর্ণরূপে পেট্রল ইঞ্জিনযুক্ত গাড়ি আর বাজারে না আনলেও, ইঞ্জিন ও ব্যাটারির সমন্বয়ে চলা প্লাগ-ইন হাইব্রিডের উৎপাদন জারি রাখবে বিওয়াইডি‌।

প্রসঙ্গত, ২০৪০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি তৈরি পুরোপুরি বন্ধ করার কথা জানিয়েছে বিশ্বের ছ’টি নামী সংস্থা। বিওয়াইডি ছাড়াও তাদের মধ্যে রয়েছে ভলভো, ফোর্ড, জেনারেল মোটরস, মার্সেডিজ বেঞ্জ, জাগুয়ার, এবং টাটার মালিকানাধীন ল্যান্ড রোভার।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, বিওয়াইডি মার্চে ১,০৪,৮৭৮টি নিউ এনার্জি ভেহিকেল (ব্যাটারিচালিত, প্লাগ-ইন হাইব্রিড, ফুয়েল-সেল ইলেকট্রিক) বিক্রি করেছে। তুলনাস্বরূপ, ২০২১-এর মার্চে  ওই ধরনের গাড়ির ২৪,২১৮ ইউনিট বেচেছিল বিওয়াইডি৷ এদিকে পিওর ইলেকট্রিক মাল্টি পারপাস ভেহিকেল e6-এর হাত ধরে ভারতেও পা রেখেছে তারা। যদিও এই মুহূর্তে এটি সাধারণ ক্রেতাদের জন্য উপলব্ধ নয়। শুধু ফ্লিট অপারেটরদের জন্য বাজারে আনা হয়েছে।