500 টাকার কমে 300mbps স্পিডে ইন্টারনেট, Excitel-এর ব্রডব্যান্ড প্ল্যানের ধারে কাছে নেই কেউ

বর্তমান ডিজিনাইজেশনের যুগে, Excitel (এক্সাইটেল) নামক সংস্থাটি ভারতের দ্রুত বর্ধনশীল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP)-গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি নাম হয়ে দাঁড়িয়েছে। আপনিও যদি এই সংস্থার গ্রাহক হন, তবে আপনাকে জানিয়ে রাখি যে, Excitel, এই মুহূর্তে ৫০০ টাকার কমে তিনটি ব্রডব্যান্ড প্ল্যান অফার করে। তবে সাশ্রয়ী মূল্যে আসার কারণে এগুলিতে কম স্পিড পাওয়া যাবে, এমন মোটেও ভাববেন না। কারণ এই তিনটি প্ল্যান যথাক্রমে ১০০ এমবিপিএস, ২০০ এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস স্পিড প্রদান করে। যদিও এই কম মূল্য এবং হাই স্পিডের মধ্যে রয়েছে অন্য একটি গল্প। আসুন জেনে নিই Excitel-এর তিনটি প্ল্যানের খুঁটিনাটি…

Excitel-এর সাশ্রয়ী ব্রডব্যান্ড প্ল্যান

এক্সাইটেল ব্রডব্যান্ড প্ল্যানগুলি আপনি তখনই সাশ্রয়ী মূল্যে পাবেন, যখন এগুলি দীর্ঘদিনের জন্য রিচার্জ করবেন। উদাহরণস্বরূপ বলা যায়, ১০০ এমবিপিএস প্ল্যানের মাসিক অপশন রিচার্জ করলে ইউজারদের প্রতি মাসে ৬৯৯ টাকা দিতে হবে। কিন্তু যদি একই প্ল্যান পুরো একবছর বা ১২ মাসের জন্য রিচার্জ করা হয়, তাহলে এর মাসিক খরচ ৩৯৯ টাকায় নেমে আসবে৷ ইউজারদের জন্য এ এক উল্লেখযোগ্য সঞ্চয়ের বিকল্প৷ সেক্ষেত্রে ২০০ এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস প্ল্যানগুলির সাথেও কার্যত একই সুবিধা মিলবে।

যেমন, এক মাসের জন্য কিনলে ৩০০ এমবিপিএস স্পিড প্রদানকারী প্ল্যানটির জন্য ৮৯৯ টাকা লাগবে৷ কিন্তু ১২ মাস বা এক বছরের জন্য এটি কেনা হলে, মাসিক খরচ কমে দাঁড়াবে ৪৯৯ টাকায়৷ উল্লেখ্য, এই দামের মধ্যে GST অন্তর্ভুক্ত থাকবে না৷ তবে, ইউজারদের মনে রাখতে হবে যে দীর্ঘমেয়াদী প্ল্যান হিসেবে ইন্টারনেট প্ল্যানগুলি বেছে নিয়ে সাশ্রয় করতে চাইলে তাদের অনেক টাকা একসাথে পেমেন্ট করতে হবে।

Excitel ব্রডব্যান্ড প্ল্যানগুলির অতিরিক্ত সুবিধা

এক্সাইটেলের ৩০০ এমবিপিএস প্ল্যানটি ওভার-দ্য-টপ (OTT) সুবিধাসহ উপলব্ধ রয়েছে। অন্যদিকে শুক্রবার এক্সাইটেল ঘোষণা করেছে যে, ১০০ এমবিপিএস প্ল্যানেও ওটিটি সুবিধা পাওয়া যাবে, যাকে বলা হবে এন্টারটেইনমেন্ট প্ল্যান ২.০ (Entertainment Plan 2.0)।