Hyundai: কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত টুইট বরদাস্ত নয়, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের

ঘটনার সূত্রপাত Hyundai Motor Company-র পাকিস্তানের এক ডিস্ট্রিবিউটর সংস্থার করা একটি টুইট-কে ঘিরে। সংস্থাটি গত ৬ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে টুইট করে, যেখানে ‘কাশ্মীরের স্বাধীনতা সংগ্রাম’-কে সমর্থনের ইঙ্গিতপূর্ণ বার্তা প্রকাশ পেয়েছিল। আর এরপরই দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাণকারী সংস্থা Hyundai-কে বয়কটের ডাক দেন ভারতের অসংখ্য নেটাগরিকরা। বিতর্ক ক্রমশই দানা বাঁধতে শুরু করে। ফলস্বরূপ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চাং জোয়ে বোক-কে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক এবং এই ঘটনার প্রতিবাদ জানানো হয়।

তবে মঙ্গলবার সকালে সংস্থাটি নেট মাধ্যমে ক্ষমা চেয়ে একটি পোস্ট করে। যাতে লেখা ছিল, “ব্যবসায়িক নীতি হিসেবে হুন্ডাই মোটর কোম্পানি (Hyundai Motor Company) রাজনৈতিক এবং ধর্মীয় বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে। তাই এটা পরিষ্কার যে, পাকিস্তানে সংস্থার ডিস্ট্রিবিউটর তার নিজস্ব মতামত সামাজিক মাধ্যমে পোস্ট করেছে, যা হুন্ডাই মোটরের নীতির সম্পূর্ণ বিপক্ষে।”

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রক চুং ইউই-ইয়ং ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন। এই প্রসঙ্গে এস জয়শঙ্কর টুইটারে জানিয়েছেন, “দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রক চুং ইউই-ইয়ং এর থেকে আজ ফোন পেয়েছি। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। এবং হুন্ডাই-এর বিষয়টিও উত্থাপিত হয়েছিল।”

এদিকে এই বিতর্কের প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি বিবৃতিতে জানিয়েছেন, “এই ঘটনার জন্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে তলব করা হয়েছিল।