এবার ফোন নম্বর ছাড়াই হবে WhatsApp অ্যাকাউন্টে লগইন, কোম্পানি আনছে বড় আপডেট!

সময়ের সাথে সাথে অ্যাকাউন্ট লগইনের বিষয়টিকে আরও সহজ করে তুলতে চাইছে WhatsApp, চালু হচ্ছে নতুন ফিচার।

WhatsApp প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য একটি ফোন নম্বর একান্ত প্রয়োজন। ইউজারের মোবাইল নম্বরের ওপর ভিত্তি করেই চলে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির সমস্ত সিস্টেম। ফলত পুরোনো ফোন চুরি হলে, হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নিজের WhatsApp অ্যাকাউন্ট পুনরায় খোলা এবং ব্যবহারের জন্য পুরোনো নম্বরটি প্রয়োজন। কারণ সেটির মাধ্যমেই ভেরিফিকেশন সম্পন্ন হয়। তবে আপনি যদি মনে করেন যে, WhatsApp নম্বরে প্রাপ্ত OTP ছাড়া নিজের অ্যাকাউন্টে লগইন করা যাবেনা, তাহলে আপনার সেই জানা এবার ভুল প্রমাণিত হতে চলেছে। আসলে, বিগত কয়েক সপ্তাহে একাধিক নতুন ফিচার আনার পর এবার অ্যাকাউন্ট লগইনের বিষয়টিকে আরও সহজ করে তুলতে চাইছে Meta মালিকানাধীন এই সংস্থাটি – রিপোর্ট অনুযায়ী, তারা খুব শীঘ্রই এমন একটি বিকল্প আনতে চলেছে যার মাধ্যমে ইউজাররা মোবাইল নম্বর ছাড়াই অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।

ইমেইল ভেরিফিকেশনের সুবিধা দিতে চলেছে WhatsApp

অনেক সময়ই ইউজাররা নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে ভেরিফিকেশন এসএমএস পাননা বা স্বয়ংক্রিয় কল রিসিভ করতে পারেননা। সেক্ষেত্রে সংস্থা নিজে এবার এই সমস্যাটি কাটিয়ে উঠতে একটি নতুন ফিচার আনছে, যার সাহায্যে ফোন নম্বরের প্রয়োজনীয়তা দূর হবে। কারণ ফিচারটি ইউজারদের ইমেইল ভেরিফিকেশনের বিকল্প দেবে। WABetaInfo জানিয়েছে যে, খুব তাড়াতাড়ি প্ল্যাটফর্মটিতে ইমেইল ভেরিফিকেশন ফিচার ব্যবহার করা যাবে, যা সম্পূর্ণরূপে এসএমএস ভেরিফিকেশন সিস্টেমকে প্রতিস্থাপন করবেনা। এটি ওটিপি, ফোন কল ভেরিফিকেশন ইত্যাদি অপশনের সাথেই কাজ করবে।

ইতিমধ্যেই বিটা টেস্টাররা ফিচারটি পাচ্ছেন

বলে রাখি, হোয়াটসঅ্যাপ, ইতিমধ্যেই ইমেইল ভেরিফিকেশন ফিচারটিকে নির্বাচিত কিছু ইউজারের জন্য উপলব্ধ করেছে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস (iOS) বিটায় ব্যবহারের জন্য উপলব্ধ। WABetaInfo-এর শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, এই ফিচারের সেটআপ করা সহজ৷ এর জন্য, ইউজারদের প্রথমে তাদের ইমেইল আইডি লিখতে হবে এবং তারপরে তাতে আসা ওটিপি এন্টার করে অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।

উল্লেখ্য, ভেরিফিকেশনের জন্য ব্যবহৃত ইমেইল আইডি অন্য ইউজাররা দেখতে পাবেননা। তাছাড়া আসন্ন দিনগুলিতে ফোন নম্বরের পরিবর্তে ইউজারনেম ব্যবহার করে (ঠিক Telegram-এর মতো) চ্যাট করার বিকল্পও পাওয়া যাবে।