Realme Narzo 30 5G শক্তিশালী ব্যাটারি ও ৪৮ এমপি ক্যামেরা সহ বিরাট সস্তায় লঞ্চ হল

চলতি বছরের মার্চে Realme জানিয়েছিল, Narzo 30 স্মার্টফোনটি মার্কেটে 4G ও 5G, দু’টি ভ্যারিয়েন্টেই আসবে। সেই অনুযায়ী Realme সম্প্রতি মালয়েশিয়াতে Narzo 30 স্মার্টফোনের 4G ভার্সন লঞ্চ করেছিল। এবার Narzo ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন হিসাবে ইউরোপী বাজারে পা রাখলো Realme Narzo 30 5G। স্পেসিফিকেশন দেখলে অবশ্য এটি কোনও নতুন ফোন বলে মনে হবে না। Narzo 30 5G আপাতদৃষ্টিতে Realme 8 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন। রিয়েলমি নারজো ৩০ ৫জি-এর বিশেষ ফিচারের কথা বললে, এটি স্লিম ও লাইট ডিজাইন, ৯০ হার্টজ আল্ট্রা স্মুথ ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা ও ৫০০০ এমএইচ ব্যাটারি সহ এসেছে।

Realme Narzo 30 5G: স্পেসিফিকেশন

রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৯০.৫ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও ও ৬০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। এই ফোনে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে৷ সাথে আছে ARM Mali-G57 জিপিইউ। ফোনটি ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য Realme Narzo 30 5G ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পিছনের ক্যামেরায় লো লাইট ফটোগ্রাফির জন্য সুপার নাইটস্কেপ মোড আছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। যা ৪২ ঘন্টা কলিং, ১৬ ঘন্টা ভিডিও ও ৬৫৫ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে কোম্পানি দাবি করেছে। এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। রিয়েলমি নারজো ৩০ প্রো অ্যান্ড্রয়েড ১১ বেসড রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস-এ চলবে।

Realme Narzo 30 5G: দাম

ইউরোপে আলিএক্সপ্রেস থেকে রিয়েলমি নারজো ৩০ ৫জি কেনা যাবে। স্মার্টফোনটির দাম সেখানে ১৫৯ ইউরো (প্রায় ১৩,৭৫৪ টাকা) রাখা হয়েছে। স্মার্টফোনটির সেল ২৫ মে শুরু হবে।