‘নিজের মত কাজ করত’, ‘মিলিটারি টাইপ’, KKR হেডকোচকে নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন নাইটের

গতবছর ডেভিড উইজা আইপিএলে ১ কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে যোগদান করেছিলেন। তবে তিনি মাত্র ৩ টি ম্যাচে খেলার সুযোগ পান।

আইপিএলে (IPL 2024) প্রতি বছর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বিভিন্ন কারণে আলোচনায় উঠে আসে। গত বছর নাইট কর্মকর্তারা দলে ভারতীয় কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে (Chandrakant Pandit) নিয়োগ করে প্রথম চমক দিয়েছিল। গত বছর তিনি দলকে সফলতা এনে দেওয়ার জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালান। এবার দলের প্রাক্তন নামেবিয়ান ক্রিকেটার ডেভিড উইজা (David Wiese) কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে নাইট ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।

গতবছর ডেভিড উইজা আইপিএলে ১ কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে যোগদান করেছিলেন। তবে তিনি মাত্র ৩ টি ম্যাচে খেলার সুযোগ পান। এই ৩ ম্যাচে তার ব্যাট থেকে মোট ২১ রান আসে কিন্তু উইজা একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি। ফলে এই বছর তাকে কলকাতা দল ছেড়ে দেয়। এর সঙ্গেই উইজা বর্তমানে চলমান আইপিএলে কোনো দলে সুযোগ পাননি। এবার তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের নিয়ে হওয়া এক পডকাস্টে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতের বিষয়ে একাধিক অজানা তথ্য সামনে আনলেন।

ডেভিড উইজা বলেন, “দলের পর্দার আড়ালে কিছু কিছু সমস্যা চলছিল। ক্রিকেটাররা কিছু বিষয় নিয়ে খুশি ছিল না। এটা ড্রেসিংরুমে আরও বেশি সমস্যা তৈরি করতো। দলে নতুন কোচ আছেন এবং তিনি নিজের মতো করে বিষয়গুলি চালাতে চেষ্টা করতেন যা অনেক ক্রিকেটাররা নিজেদের সঙ্গে মেলাতে পারতেন না। দলের সাফল্যের জন্য কোচ এমন কিছু পরিবর্তন এনেছিলেন যা ক্রিকেটারদের রীতিমতো হতাশ করেছিল। ফলে একজন বিদেশী ক্রিকেটার হিসাবে তারা মেনে নিতে পারত না।”

উইজা আরও বলেন, “তিনি ভারতে কঠোর নিয়মানুবর্তিতাকারী কোচ হিসাবে পরিচিত। বিদেশি ক্রিকেটাররা যারা সারা বিশ্ব জুড়ে খেলছে তাদের দরকার নেই যে কেউ এসে তাকে বলবে কীভাবে আচরণ করতে হবে, কী পড়তে হবে এবং কী করতে হবে। আমি বিষয়গুলি ঠান্ডা মাথায় মেনে নিয়েছিলাম কিন্তু অনেক ক্রিকেটার ছিলেন যারা বিষয়টা মেনে নিতে পারেননি।” এই বছর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে মেন্টার হিসাবে গৌতম গম্ভীর যোগ দিয়েছেন। এর সঙ্গেই তারা ২০২৪ আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ইতিমধ্যেই জয় তুলে নিয়েছে।