iPhone 14 Max: Samsung এর উপর নির্ভরতা কাটাতে LG এর থেকে 60Hz LTPS ডিসপ্লে নিতে পারে Apple

iPhone 13 লঞ্চ করে থেমে নেই Apple। টেক জায়ান্টটি এবার পরবর্তী প্রজন্মের আইফোন বা iPhone 14 সিরিজে নিয়ে কাজ শুরু করেছে। সংবাদ মাধ্যমের খবর সত্যি হলে ২০২২-এর সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করবে তিনটি নতুন iPhone মডেল – iPhone 14, iPhone 14 Pro, এবং iPhone Pro Max। অর্থাৎ ছোট সাইজের Mini ভ্যারিয়েন্টের বিদায় ঘটছে।

এখন ডিসপ্লের যোগান-শৃঙ্খলের (সাপ্লাই চেন) সূত্র উল্লেখ করে ইলেকের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, iPhone 14 Max মডেলে কেমন ধরণের ডিসপ্লে দেওয়া হবে, সেটা এখনও ঠিক করে উঠতে পারেনি অ্যাপল। ৬০ হার্টজ এলটিপিএস ডিসপ্লে নাকি ১২০ হার্টজ এলটিপিও প্যানেল ব্যবহার করা হবে, এটা নিয়েই ধন্দে আছে তারা।

যদি অ্যাপল ১২০ হার্টজ এলটিপিও ডিসপ্লে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, তাহলে সেই স্যামসাংয়ের দ্বারস্থ হতে হবে। কারণ ওলেড এলটিপিও প্রযুক্তিতে দক্ষিণ কোরিয়ান টেকজায়ান্টটির মনোপ্লে অর্থাৎ একচ্ছত্র কর্তৃত্ব চলে। উল্লেখ্য, এ বছরের আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলগুলির ডিসপ্লে গিয়েছিল স্যামসাংয়ের কাছ থেকে।

তবে স্যামসাংয়ের উপর নির্ভরতা কমাতে এলজি ও বিওই-এর মতো সংস্থাকে আরও বেশি পরিমাণে ডিসপ্লের অর্ডার দিচ্ছে অ্যাপল। সে ক্ষেত্রে আইফোন ১৪ ম্যাক্সে এলজি বা বিওই এর ৬০ হার্টজ এলটিপিএস প্যানেল ব্যবহার হওয়ার সম্ভাবনা বেশি।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত এলটিপিও প্রযুক্তি দিয়ে ওলেড ডিসপ্লে উৎপাদন করতে পারেনি এলজি। ২০২২-এ সংস্থার এই ধরণের ডিসপ্লে বাজারে আসতে পারে মনে করছে বাজার বিশেষজ্ঞরা। অন্য দিকে, বিওই-এর এরকম ডিসপ্লে প্যানেল ২০২৩ পর্যন্ত বাজারে আসার সম্ভাবনা খুব কম।

যাই হোক, স্যামসাং আগামী বছর পর্যন্ত অ্যাপলের সবচেয়ে বড় ডিসপ্লে সরবরাহকারী হিসেবে ১৩ কোটি প্যানেলের যোগান দেবে৷ আর এলজি ও বিওই যথাক্রমে ৬ কোটি এবং ৪.৫ কোটি ডিসপ্লে সরবরাহ করবে।