Lenovo K13 ডুয়েল ক্যামেরার সাথে লঞ্চ হল, রয়েছে শক্তিশালী ব্যাটারিও

রাশিয়ার বাজারে নিজের জনপ্রিয় ‘K’ সিরিজের অধীনে একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করল Lenovo (লেনোভো)। পরিচিত চীনা মাল্টিন্যাশনাল ব্র্যান্ডটি গত বছর চালু হওয়া K12 স্মার্টফোনের সাকসেসর হ্যান্ডসেট হিসেবে Lenovo K13 (লেনোভো কে১৩) নিয়ে এসেছে। এই ফোনের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে, ডুয়েল রিয়ার ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও Unisoc SC9863A প্রসেসর। আসুন Lenovo K13 ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Lenovo K13 স্মার্টফোনের স্পেসিফিকেশন

লেনোভো কে১৩ স্মার্টফোনে ৬.৫২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১৬০০×৭২০ পিক্সেল এইচডি প্লাস স্ক্রিন রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সরবরাহ করে। অন্যদিকে, এর ডিসপ্লের ওপরের দিকে থাকা ওয়াটারড্রপ নচের মধ্যে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আবার লেনোভো কে১৩ ফোনের ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ মিলবে।

এই ফোন ১.৬ গিগাহার্টজ ক্লক স্পিডযুক্ত অক্টা-কোর Unisoc SC9863A চিপসেট ব্যবহার করা হয়েছে এবং ফোনটি ২ জিবি + ৩২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।Lenovo K13 ফোনে সিকিউরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই প্রসঙ্গে বলে রাখি, Lenovo K12 মডেলে তুলনামূলক উন্নত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ এসওসি, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ছিল।

কানেক্টিভিটির জন্য এই লেনোভো হ্যান্ডসেটে 4G LTE, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৪.২ এবং জিপিএস রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Lenovo K13 স্মার্টফোনের দাম, লভ্যতা

লেনোভো কে১৩ স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ১০৬ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৭,৭৯১ টাকা)। ফোনটি রাশিয়ায় নীল রঙে উপলব্ধ। আশা করা যায় ফোনটি শীঘ্রই অন্যান্য মার্কেটেও লঞ্চ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন