Lenovo Legion Pad: ৮ ইঞ্চি ডিসপ্লে সহ নতুন গেমিং ট্যাবলেট আনছে লেনোভো

জনপ্রিয় চীনা ইলেকট্রনিক ব্র্যান্ড লেনোভো তাদের নতুন একটি গেমিং ট্যাবলেট লঞ্চ করতে চলেছে। আসন্ন ট্যাবলেটের নাম, Lenovo Legion Pad। ট্যাবলেটটি নিয়ে বহু দিন ধরেই জল্পনা চলছিল। এবার সংস্থার এক্সিকিউটিভ, চিনা মাইক্রোব্লগিং সাইট Weibo -তে ট্যাবলেটটির দুটি ফটো প্রকাশ করে সমস্ত গুঞ্জন থামিয়েছেন। ছবি দুটি দেখে সহজেই বোঝা যাচ্ছে Lenovo Legion Pad একটি ছোট ট্যাবলেট হবে এবং এতে খুব সহজে গেমিং অ্যাপ্লিকেশন চালানো যাবে। উইবোতে শেয়ার করা ট্যাবলেটের সামনের ও পেছনের ছবিতে লিজিয়ন ব্র্যান্ডিং বিদ্যমান।

এর আগে লেনোভো লিজিয়ন প্যাড সম্পর্কে গুঞ্জন উঠেছিল, এটি ৮ ইঞ্চি ডিসপ্লের সাথে আসছে। এখন প্রকাশিত ছবি দেখে সেই গুঞ্জনকে সত্যি বলেই ধরে নেওয়া যায়। ট্যাবলেটের ক্ষেত্রে যা ছোট বলেই মনে হবে। কারণ Lenovo Legion 2 Pro স্মার্টফোনেই ৬.৯২ ইঞ্চির ডিসপ্লে ছিল।

যদিও এর থেকেও ছোট ডিসপ্লের ট্যাব এনেছে সংস্থাটি। Lenovo Legion Play ট্যাবলেটটি ৭ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিনের সাথে এসেছে। এতে ইনবিল্ড ডি প্যান, জয়স্টিক এবং অন্যান্য গেমিং কন্ট্রোল বোতাম উপস্থিত। সেক্ষেত্রে লেনোভো লিজিয়ন প্যাড আরও কিছুটা বড় স্ক্রিন সহ আসবে যা গেমিংয়ের জন্য উপযুক্ত।

প্রসঙ্গত, এখনো পর্যন্ত বাজারে গেমিং ট্যাবলেটের অপ্রতুলতার দরুন কম্প্যাক্ট ডিজাইনের Lenovo Legion Pad সহজেই গেমিং মার্কেটে জনপ্রিয়তা লাভ করবে তা আশা করা যায়। ট্যাবলেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রিমিয়াম চিপ অর্থাৎ অষ্টম প্রজন্মের স্ন্যাপড্রাগন প্রসেসর অথবা স্ন্যাপড্রাগন ৬৬৬ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। তবে এসবই অনুমান সাপেক্ষ। এর লভ্যতা সংক্রান্ত বিষয় এবং অন্যান্য স্পেসিফিকেশন এখনো পর্যন্ত অজানা।