টাচ্ না করেই যেমনখুশি ঘাঁটা যাবে ফোন! কম খরচে Realme আনছে জব্বর ফিচার, সরগরম নেটপাড়া

Realme Narzo 70 Pro 5G-র লঞ্চের সময় এগিয়ে আসতেই, এর এক চমকপ্রদ ফিচারের কথা প্রকাশ করেছে সংস্থা। এই ফোন টাচ্ না করে ব্যবহার করা যাবে।

বর্তমান সময়ে Xiaomi, Vivo-রা প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের ওপর বেশি গুরুত্ব দিলেও, তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী Realme কিন্তু ভারতের বাজারে বাজেট সেগমেন্টের চাহিদার বিষয়টিকেই মাথায় রাখছে। এই কারণে সংস্থাটি একের পর এক ‘দামে কম মানে ভালো’ হ্যান্ডসেটও নিয়ে আসছে। যেমন সম্প্রতি Realme তার নতুন Realme 12 5G সিরিজ নিয়ে এসেছে, যার দাম শুরু হচ্ছে ১৬,৯৯৯ টাকা থেকে। আবার এখানে থেমে না থেকে তারা আরেকটি প্রস্তুতি নিচ্ছে। বাজারের চর্চা অনুযায়ী, এই মাসে অর্থাৎ মার্চেই Realme কোম্পানি তাদের আরও একটি নতুন ফোন Realme Narzo 70 Pro 5G আনবে। এই ফোনটি নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই নানা রিপোর্ট সামনে এসেছে, তবে এখন এর লঞ্চের বিষয়টি নিয়ে গুঞ্জন বাড়িয়েছে খোদ কোম্পানিই। এমনকি Realme Narzo 70 Pro 5G ফোনটির আকর্ষণ হিসেবে তারা প্রচার চালাচ্ছে যে এটি স্পর্শ মানে ইউজারের টাচ্ ছাড়াই কাজ করবে।

অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে শীঘ্রই আসছে Realme Narzo 70 Pro 5G ফোন

রিয়েলমির আপকামিং ফোন রিয়েলমি নার্জো ৭০ প্রো ৫জি নিয়ে ইতিমধ্যেই বাজারে কার্যত একপ্রকার উন্মাদনা তৈরি হয়েছে। আসলে লঞ্চের সময় (এখনও আনুষ্ঠানিক দিন ঘোষণা হয়নি) যতো এগিয়ে আসছে, কোম্পানি ততোই রহস্যময়ভাবে এর ফিচার সম্পর্কিত নানাবিধ তথ্য সামনে আনছে। আর দেখে মনে হচ্ছে, রিয়েলমি নার্জো ৭০ প্রো ৫জির হাত ধরে বাজেট ফোনেই ফ্ল্যাগশিপ ফিচার উপভোগ করা যাবে। আসলে ইতিমধ্যে নিশ্চিত হয়েছে যে ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফ্ল্যাট ডিসপ্লে, সনি (Sony)-র ওআইএস (OIS) রিয়ার ক্যামেরা ইত্যাদি স্পেসিফিকেশন দেখা যাবে। এতে নাকি খুব কম প্রি-ইনস্টলড্ অ্যাপ বা ব্লোটওয়্যার থাকবে। এছাড়াও দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের এই ফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে সেটির এয়ার কমান্ড অর্থাৎ হাতের স্পর্শের বদলে অঙ্গভঙ্গি দিয়ে চলার কনসেপ্ট তুলে ধরা হয়েছে।

আসলে আসন্ন রিয়েলমি নার্জো ৭০ প্রো ৫জি ফোনটিতে নির্মাতা সংস্থা ক্রিয়েটিভ এয়ার জেসচার (Creative Air Gesture) ফিচার দেবে, যা প্রধানত ফ্ল্যাগশিপ ডিভাইসে দেখা যায়। আর এই ফিচারটির সাহায্যে ডিসপ্লেটি টাচ না করেও ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়া ফোন ব্যবহার করা যাবে – এক্ষেত্রে কাজে আসবে হাতের জেসচার মানে ইশারা। রিয়েলমির ঘোষণা অনুযায়ী, এই এয়ার জেসচার, ফোনের থার্ড পার্টি অ্যাপগুলির সাথেও কাজ করবে।

কিন্তু কীভাবে কাজ করবে Realme-র এয়ার জেসচার ফিচার?

  • রিয়েলমি নার্জো ৭০ প্রো ৫জির ইউজাররা তাদের হাত বাম এবং ডানদিকে সোয়াইপ করে যেকোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন।
  • এক্ষেত্রে কোনো একটি অ্যাপে থামতে হলে একটি আঙুল দেখাতে হবে।
  • একইভাবে স্ক্রিনশট নিতে হলে ইশারা করতে হবে তিনটি আঙুলের সাহায্যে।
  • আবার হাত উপরে এবং নীচে করে গ্যালারির ফটো অ্যাক্সেস করা যাবে।
  • হোম পেজে আসতে হাত উল্টো করে দেখালেই কাজ হয়ে যাবে।