Realme Supreme: রিয়েলমির নয়া চমক, 512GB স্টোরেজ সহ আসছে সুপ্রিম ফোন

রিয়েলমি গত মাসের শেষের দিকে ভারতে Realme 12 Pro এবং Realme 12 Pro+ লঞ্চ করেছে। আবার গতকালই ফোন দু’টি চীনে রিলিজ করেছে রিয়েলমি। অবাক করার মতো বিষয় হল, চীনে সংস্থার অনলাইন স্টোরে Realme 12 Pro Supreme Edition বলে একটি নতুন মডেলকে খুঁজে পাওয়া গিয়েছে। এই নামে কিন্তু ভারত কোনও ফোন আনেনি সংস্থা। চলুন দেখে নিই, রিয়েলমির সুপ্রিম এডিশন ফোনে কী কী থাকতে চলেছে।

Realme 12 Pro Supreme Edition: দাম ও লঞ্চের তারিখ

রিয়েলমি ১২ প্রো সুপ্রিম এডিশন মডেলটিকে ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,৩২৫ টাকা) মূল্যে তালিকাভুক্ত করা হয়েছে। এটি বেইজ এবং ব্লু কালার অপশনে উপলব্ধ হবে। চীনে রিয়েলমির ওয়েবসাইটে এর ডেডিকেটেড পেজে উল্লেখ করা বৈশিষ্ট্যগুলি নির্দেশ করে যে, এটি রিয়েলমি ১২ প্রো-এর মতো একই স্পেসিফিকেশন অফার করবে।

রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস-এর সমস্ত ভ্যারিয়েন্ট চীনে আগামী ১ মার্চ থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে, তবে রিয়েলমি ১২ প্রো সুপ্রিম এডিশন ১১ মার্চ কেনার জন্য উপলব্ধ হবে৷ ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ রিয়েলমি ১২ প্রো-এর সুপ্রিম এডিশনের দাম রিয়েলমি ১২ প্রো প্লাস ৫জি-এর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলটির চেয়ে ১০০ ইউয়ান বেশি। যেহেতু প্রো প্লাস মডেলটি প্রো সংস্করণের চেয়ে আরও শক্তিশালী ফোন, তাই কোম্পানি কম শক্তিশালী মডেলের দাম কেন বেশি রাখার সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Realme 12 Pro Supreme Edition

অনুমান, Realme 12 Pro Supreme Edition-এর লিস্টিংটি একটি প্লেসহোল্ডার হতে পারে, সঠিক স্পেসিফিকেশন আগামী দিনে আপডেট করা হবে। এছাড়াও করা হচ্ছে যে, এটি ভারতে Realme 12 Pro Max নামে লঞ্চ হতে পারে, যেটি জানুয়ারিতে ফ্লিপকার্ট (Flipkart)-এর সাইটে কিছু সময়ের জন্য দেখা হয়েছিল।

আগের রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, Realme 12 Pro Max-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট ৬.৭ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে।পিছনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি ক্যামেরা সহ একটি ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ সেন্সর অবস্থান করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ (Realme UI 5) কাস্টম স্কিনে রান করবে।

ডিভাইসটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভারতে ৩৩,৯৯৯ টাকা এবং ৩৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে বলে দাবি করা হয়েছিল। যেহেতু Realme 12 Pro Supreme Edition সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তাই আরও বিশদে জানতে কিছু দিন অপেক্ষা করতে হবে।