মাত্র 10 হাজারে 108MP ক্যামেরা, 6GB র‍্যাম ও আরও বহু কিছু, এই Realme ফোনের অফার ছাড়বেননা!

মুঠোফোনের কারণে এখন কম-বেশি সবাই ফটোগ্রাফি করে থাকেন। কিন্তু কোনো মুহূর্তকে স্মৃতিবন্দি করে রাখার জন্য বা ভালো ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় আকর্ষণ পেতে হলে দরকার একটি ভালো ক্যামেরা ফোন। এদিকে আবার, উন্নত মানের ক্যামেরা কোয়ালিটি বিশিষ্ট স্মার্টফোনগুলির দাম অনেকটা বেশি – চাইলেও সবসময় বা সবাই যে এগুলি চট করে কিনে ফেলতে পারেন এমন নয়। তবে আপনি যদি এখন কম বাজেটে নজরকাড়া ক্যামেরার ফোন কিনতে চান, তাহলে তাতে অসম্ভবের কিছু নেই। কেননা Flipkart-এ বর্তমানে ‘Month End Mobiles Fest’ সেল চলছে, আর এখানে আপনি 108MP ক্যামেরাওয়ালা Realme C53 ফোনটি দারুণ সস্তায় পেয়ে যাবেন। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্ট কাজে লাগিয়ে ফোনটি ১০,০০০ টাকার কমে হাতে পাওয়া যাবে, থাকবে আরও কিছু কাজের অফারও। উল্লেখ্য, Realme C53-তে 108MP ক্যামেরা ছাড়াও ভালোমানের ডিসপ্লে, বিশাল স্টোরেজ, 5000mAh ব্যাটারির মতো ফিচারও পাবেন।

১০,০০০ টাকার কমে মিলছে Realme C53, দাম দেখে নিন

রিয়েলমি সি৫৩ ফোনের ৬ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য এমনিতে ১২,৯৯৯ টাকা, তবে এখন ফ্লিপকার্ট মান্থ এন্ড ফেস্ট সেলে এটি ৯,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস (Flipkart Axis) ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ৪২৫ টাকার ছাড় মিলবে।

এতে কোনো এক্সচেঞ্জ অফার পাবেননা, তবে একসাথে পুরো টাকা না দিতে চাইলে মাসিক ৪৯০ টাকার ইএমআইয়ে কেনাকাটা করা যেতে পারে।

Realme C53-এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি৫৩ স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫৬০ নিটস পিক ব্রাইটনেস এবং ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৭৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর ইউনিসক টি৬১২ প্রসেসর, যার সাথে থাকবে ৬ জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা। উল্লেখ্য, ফোনটিতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম প্লাস ফিচার আছে, যেখানে মেমরি কার্ড ব্যবহার করে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটি ১৮ ওয়াট চার্জিং প্রযুক্তির সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

এছাড়া ফটোগ্রাফির জন্য এই রিয়েলমি ফোনে পাবেন ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এটি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক ইত্যাদি বহন করবে। সফ্টওয়্যার ফ্রন্টে এতে পাবেন অ্যান্ড্রয়েড ১৩ ওএস।