ফাস্ট চার্জিং সহ Oppo A74 এর লঞ্চ আসন্ন, জল্পনা বাড়ালো সার্টিফিকেশন সাইট

চীনা স্মার্টফোন কোম্পানি অপ্পো, শীঘ্রই তাদের Oppo A73 এর আপগ্রেড ভার্সন হিসাবে Oppo A74 লঞ্চ করতে চলেছে। এই ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ও অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম সহ আসবে। সম্প্রতি এই ফোনটি একাধিক সার্টিফিকেশন লাভ করেছে। এরমধ্যে থাইল্যান্ডের NBTC, চীনা কোয়ালিটি সার্টিফিকেশন, ইন্দোনেশিয়া টেলিকম প্রভৃতি সার্টিফিকেশন সাইট উল্লেখ্যযোগ্য। শুধু তাই নয়, ফোনটি ওয়াই-ফাই সার্টিফিকেশনও (Wi-Fi alliance) পেয়েছে।

Oppo A74 ফোনটিকে থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে CPH2219 মডেল নম্বর সহ দেখা গেছে। এখানেই মডেল নম্বরের সাথে ফোনটির নাম উল্লেখ ছিল। এরপর একই মডেল নম্বর সহ চীনা কোয়ালিটি সার্টিফিকেশন (CQC) সাইটে এই ফোনকে খুঁজে পাওয়া যায়। এখানে ফোনটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ অন্তর্ভুক্ত ছিল।

ছবি ক্রেডিট – CQC

আবার ইন্দোনেশিয়ার TKDN সার্টিফিকেশন সাইটেও ফোনটিকে একই মডেল নম্বর সহ দেখা গেছে। যদিও এখান থেকে অপ্পো এ৭৪ এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। তবে ওয়াই-ফাই সার্টিফিকেশন সাইট থেকে সামনে এসেছে যে, এই ফোনের অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড ১০। এছাড়াও Oppo A74 এর ওয়াই-ফাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড হবে ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ।

এতগুলি সার্টিফিকেশন পাওয়ার অর্থ অপ্পো এ৭৪ এর লঞ্চ আসন্ন। যদিও ফোনের ডিসপ্লে, প্রসেসর বা অন্যান্য তথ্য এখনও অজানা। তবে আশা করা যায় কয়েকদিনের মধ্যে এই তথ্যগুলিও আমাদের হাতে চলে আসবে।

Oppo A73 এর কথা বললে এতে আছে, ৬.৪৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ১৬ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,০১৫ এমএএইচ ব্যাটারি।

টেলিগ্রামে খবর পেতে এখানে ক্লিক করুন