iQOO Z7 Pro 5G ভারতে আসছে এই মাসেই, লঞ্চের তারিখ ঘোষণা হল, সঙ্গে প্রচুর ফিচার্স লিক

আইকো (iQOO)-এর ভারতীয় বাজারে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম iQOO Z7 Pro 5G। ডিভাইসটিকে ইতিমধ্যেই অ্যামাজন (Amazon)-এ টিজ করা হয়েছে। আর এখন অবশেষে আইকোর ভারতীয় শাখার সিইও নিপুন মারিয়া ডিভাইসটির লঞ্চের তারিখটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। চলতি মাসের শেষের দিকে iQOO Z7 Pro 5G এদেশের বাজারে পা রাখতে চলছে। আসুন তার আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত আপকামিং ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে।

iQOO Z7 Pro 5G ভারতে আসছে চলতি মাসেই

আইকো ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার নিপুন মারিয়া টুইট করে জানিয়েছেন যে আইকো জেড৭ প্রো ৫জি আগামী ৩১ আগস্ট ভারতের বাজারে লঞ্চ হবে৷ যদিও এটির লঞ্চের এখনও কয়েক সপ্তাহ বাকি আছে, তবে ইতিমধ্যেই জেড৭ প্রো ৫জি সম্পর্কে একগুচ্ছ বিবরণ অনলাইনে ফাঁস হয়েছে৷

iQOO Z7 Pro 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার (সম্ভাব্য)

সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, আইকো জেড৭ প্রো ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। আইকো জেড৭ প্রো ৫জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসরটি থাকবে। এটি একটি ৪ ন্যানোমিটার ভিত্তিক মিড-রেঞ্জ প্রসেসর, যা ২.৮ গিগাহার্টজে রান করা দুটি এআরএম কর্টেক্স-এ৭১৫ পারফরম্যান্স এবং ছয়টি কর্টেক্স-এ৫১০ এফিসিয়েন্সি কোর দ্বারা গঠিত। এই আইকো ফোনটিতে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। গত সপ্তাহে একটি রিপোর্ট প্রকাশ করেছে যে ডিভাইসটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক পরীক্ষায় ৭,০০,০০০ পয়েন্টের মার্ক অতিক্রম করেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z7 Pro 5G-এর রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর অবস্থান করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। ভারতে স্মার্টফোনটির আনুমানিক মূল্য ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।