শীঘ্রই ভারতে আসছে Samsung Galaxy M02, দাম হতে পারে ১০ হাজার টাকার কম

দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি Samsung খুব শীঘ্রই ভারতে তাদের এন্ট্রি লেভেল স্মার্টফোন Galaxy M02 লঞ্চ করবে। এই ফোনটিকে সম্প্রতি ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS এ দেখা গেছে। ফোনটি ডুয়েল সিমের সাথে লঞ্চ হবে। কারণ সার্টিফিকেশন সাইটে স্যামসাং গ্যালাক্সি এম০২ এর মডেল নম্বর হিসাবে আছে SM-025F/DS। এখানে DS এর অর্থ ডুয়েল সিম স্মার্টফোন। জানিয়ে রাখি এর আগে এই ফোনটিকে বেঞ্চমার্ক সাইট Geekbench এও দেখা গিয়েছিল। এমনকি Bluetooth SIG সার্টিফিকেশন সাইটেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

Root MyGalaxy থেকে Samsung Galaxy M02 ফোনটিকে ভারতীয় সার্টিফিকেশন সাইটে দেখা গেছে বলে দাবি করা হয়। যদিও এখানে ফোনটির কোনো স্পেসিফিকেশন উল্লেখ ছিলনা। শুধু মডেল নম্বর থেকে ফোনটি ডুয়েল সিমের হবে বলেই জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হবে।

এর আগে গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম ০২ কে SM-M025F মডেল নম্বর সহ দেখা গিয়েছিল। যেখান থেকে ফোনটির প্রসেসর, র‌্যাম ও অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গিয়েছিল। এই ফোনে থাকবে ১.৮০ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর। আবার ফোনটি ৩ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১০ বেসড স্যামসাং ওয়ান ইউআই সিস্টেম সহ আসবে। যদিও এছাড়া ফোনটি সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

বেঞ্চমার্ক সাইটে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ১২৮ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৪৮৬ পয়েন্ট পেয়েছে। পাশাপাশি এই ফোনের দাম ১০ হাজার টাকার কম হতে পারে। এই ফোনটি ছাড়াও কোম্পানি Samsung Galaxy A02, ও Samsung Galaxy A02S এর ওপর কাজ করছে বলে জানা গেছে।