Ola S1 Pro Price Hike: আজই কম দামে কেনার শেষ সুযোগ, ই-স্কুটারের দাম বাড়াচ্ছে ওলা

পেট্রল-ডিজেলের ক্রমশ বেড়ে চলা মূল্যের কারণে বহু মানুষ বৈদ্যুতিক যানবাহনের দিকে আগ্রহী হচ্ছেন। যদিও ভারতে গত কয়েক মাস ধরে পেট্রল-ডিজেলের দাম স্থিতিশীল জায়গাতেই রয়েছে। তবে এই স্থিতিশীল পর্যায়ে কতদিন থাকবে সেই নিয়ে সংশয় প্রকাশ করেছেন একদল বিশেষজ্ঞ। কারণ রাশিয়া-ইউক্রেনের সামরিক সংঘাতের ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার পেরিয়েছে। এদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির খবর প্রায়শই শোনা গেলেও বৈদ্যুতিক স্কুটারের দাম বাড়ার খবর খুব একটা শোনা যায় না। কিন্তু এবার তেমনটাই হল। এস১ প্রো (S1 Pro) ইলেকট্রিক স্কুটারের দাম বাড়ানো হবে বলে জানালেন ওলা (Ola)-র সিইও ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal)।

ভাবিশ এক টুইট বার্তায় ওলা এস১ প্রো (Ola S1 Pro)-র মূল্য বৃদ্ধির খবরটি ঘোষণা করেছেন৷ তাতে সে বলা হয়েছে, চলতি পার্চেস উইন্ডো পর্যন্ত, মানে বৃহস্পতিবার ও শুক্রবার লঞ্চের সময়ের মূল্যে অর্থাৎ ১,২৯,৯৯৯ টাকায় কেনা যাবে স্কুটারটি। শুক্রবার মাঝরাত থেকে বর্ধিত দাম কার্যকর হতে চলেছে বলে জানানো হয়েছে।

যারা স্কুটার আগে থাকতেই বুকিং করে রেখেছিলেন তাদের জন্য গতকাল পার্চেস উইন্ডোটি খুলেছে ওলা (Ola)। আর আজ উইন্ডো খোলা হয়েছে সকলের জন্যই। বর্তমান দামে Ola S1 Pro খরিদ করার সুযোগ বলতে কেবলমাত্র আজকেরর দিনটিই হাতে রয়েছে।

টুইটারে ভাবিশ লিখেছেন, “ধন্যবাদ যারা ইতিমধ্যেই Ola S1 Pro স্কুটার কিনেছেন। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই তাদের, যারা দ্বিতীয়তম অথবা তৃতীয়তম S1 Pro কিনেছেন। ১,২৯,৯৯৯ টাকায় এটি কেনার শেষ সুযোগ। পরবর্তী উইন্ডো থেকে এর দাম বাড়াতে চলেছি আমরা। এই উইন্ডোটি ১৮ তারিখ বন্ধ হবে।”

প্রসঙ্গত, এই পর্যায়ে বিক্রি হওয়া স্কুটারগুলি এপ্রিল থেকে ডেলিভারি করা শুরু করবে বলে জানিয়েছে Ola Electric। যেগুলি সংস্থার তামিলনাড়ুর ফিউচার ফ্যাক্টরি (FutureFactory) থেকে সরবরাহ করা হবে। বর্তমানে কারখানাটি বার্ষিক ১ কোটি ইলেকট্রিক স্কুটার উৎপাদন করতে পারে। অন্যদিকে, ডেলিভারি হয়ে যাওয়া স্কুটারের গ্রাহকদের অসন্তোষ মেটাতে খুব শীঘ্রই ওভার-দ্য-এয়ার (OTA)-এ অনুপস্থিত বিশেষ বিশেষ ফিচারগুলি পাঠানো হবে বলে আশ্বস্ত করেছে Ola।