IND vs PAK: নেটফ্লিক্সে আসতে চলেছে ভারত-পাকিস্তান মহারণের ডকুমেন্টরি সিনেমা, জানুন কবে শুভমুক্তি?

এই ডকুমেন্টরি সিরিজে ভারত বনাম পাকিস্তান বাইশ গজের ঘটনাবলি শুধুমাত্র তুলে ধরা হবে না, দুই দলের ক্রিকেটারদের মানসিক পরিস্থিতিটা দেখানো হবে।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এবার নতুন সংযোজন। ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ক্রিকেট ইতিহাসের উপর ভিত্তি করে আসতে চলেছে এক ডকুমেন্টরি সিরিজ তথা তথ্যচিত্র সিরিজ। যা আনতে চলেছে নেটফ্লিক্স (Netflix)। সাম্প্রতিক সময়ে অনেককিছুকে ভিত্তি করে সিরিজ তথা সিনেমা তৈরী হলেও, এখনো পর্যন্ত এই রাইভারলিকে নিয়ে একটি সিনেমা তৈরী হয়নি।

এবার নেটফ্লিক্স তা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এগিয়ে এসেছে। যা নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শিখরে। নেটফ্লিক্সের এই সিরিজ তৈরী হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত বনাম পাকিস্তান ক্রিকেটের উপর। এর শিরোনাম হিসাবে রাখা হয়েছে ‘দ্য গ্রেটেস্ট রাইভালরি’ (The Greatest Rivalry)। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে এই সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে ভারত এবং পাকিস্তানের মধ্যে বাইশ গজের লড়াইয়ের কিছু স্মৃতিকে নিয়ে কোলাজ শেয়ার করা হয়েছে।

আশা করা হচ্ছে, এই ডকুমেন্টরি সিরিজে ভারত বনাম পাকিস্তান বাইশ গজের ঘটনাবলি শুধুমাত্র তুলে ধরা হবে না, দুই দলের ক্রিকেটারদের মানসিক পরিস্থিতিটা দেখানো হবে। এই অ্যানাউন্সমেন্ট ভিডিওর শুরুতে আরও দেখা যাচ্ছে, ভারতীয় কিংবদন্তি কপিল দেব (Kapil Dev) এবং পাকিস্তান কিংবদন্তি ইমরান খান (Imran Khan) তাদের বিশ্বকাপ ট্রফি ধরে রয়েছেন। এছাড়াও যোগ করা হয়েছে ১৯৪৭ সালের দেশভাগের জ্বলন্ত স্মৃতি।

আশা করা হচ্ছে, ক্রিকেটের পাশাপাশি দুটো দেশ ভাগের ইতিহাসও এই সিরিজে দেখানো হতে পারে। তাছাড়া ৯ জুন নিউইয়র্কে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) ভারত বনাম পাকিস্তান ম্যাচের কিছু স্মৃতিও মজুত থাকবে ওই সিরিজে। দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উপভোগের জন্যই বানানো হবে এই সিরিজ। এই সিরিজকে নিয়ে নেটফ্লিক্সের টিজার প্রকাশ্যে এসে গেলেও, এখনো জানা যায়নি কবে মুক্তি পাবে এই সিরিজ। এমন সিরিজ দেখার জন্য এখন থেকে মুখিয়ে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সিনেমাপ্রেমী সকলেই।