Nokia G60 5G: নোকিয়ার প্রথম ৫জি ফোন ভারতে আসছে, ৫০ এমপি ক্যামেরার সাথে থাকবে খাস ফিচার

ফিনল্যান্ড ভিত্তিক জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড নোকিয়া (Nokia) শীঘ্রই ভারতে তাদের প্রথম ৫জি ফোনটি লঞ্চ করতে চলেছে৷ ব্র্যান্ডটির লাইসেন্সধারী সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global) চলতি মাসের শুরুতে ৫জি নেটওয়ার্ক স্থাপনার জন্য ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর রিলায়েন্স জিও (Reliance Jio)-এর সাথে একটি চুক্তি ঘোষণা করেছিল। ভারতে ফিনিশ ব্র্যান্ডের প্রথম ৫জি- কম্প্যাটিবল ফোনটি Nokia G60 5G নামে আত্মপ্রকাশ করতে চলেছে৷ আর এখন, এই ডিভাইসটিকে সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকা সহ নোকিয়া ইন্ডিয়া-এর ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। শুধুমাত্র হ্যান্ডসেটটির মূল্য এবং উপলব্ধতার বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি। চলুন Nokia G60 5G-এর সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

নোকিয়া জি৬০ ৫জি-এর স্পেসিফিকেশন – Nokia G60 5G Specifications

গত সেপ্টেম্বরে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২২ (IFA 2022) ইভেন্ট চলাকালীন নোকিয়া বিশ্ব বাজারের জন্য তাদের নতুন নোকিয়া জি৬০ ৫জি ফোনটির ওপর থেকে পর্দা সরায়। ভারতীয় ভ্যারিয়েন্টটিও এই একই স্পেসিফিকেশনের সাথে আসবে। অফিসিয়াল তালিকা অনুযায়ী, ডিভাইসটিতে ওয়াটারড্রপ নচ সহ ৬.৫৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুল এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনটি গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। নিরাপত্তার জন্য, স্মার্টফোনটির পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। অফিসিয়াল তালিকায় নিশ্চিত করা হয়েছে যে, নোকিয়া জি৬০ ৫জি তিন বছরের অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেডের পাশাপাশি তিন বছরের মাসিক সিকিউরিটি আপডেট পাবে।

ফটোগ্রাফির জন্য, Nokia G60 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ ইউনিট উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia G60 5G ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Nokia G60 5G-এ কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ই-সিম (eSIM) সাপোর্ট সহ ডুয়েল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.১, জিপিএস, একটি ইউএসবি-টাইপ সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। এই নোকিয়া ফোনটি ব্ল্যাক এবং আইস কালার অপশনে পাওয়া যাবে।