Realme RMX3063 ফোনে থাকবে ৫০০০ mAh ব্যাটারি ও ট্রিপল রিয়ার ক্যামেরা

এই মাসের গোড়ার দিকেই RMX3061 ও RMX3063 মডেল নম্বরযুক্ত রিয়েলমির দুটি ফোনকে রাশিয়ার ডেটাবেস সাইট ECC ও পরে ইন্দোনেশিয়ার TKDN ও Sertifikasi সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল৷ এদের মধ্যে এবার Realme RMX3063 মডেল নম্বরের ফোনটি আমেরিকার FCC সার্টিফিকেশন পেয়েছে৷ ফোনটির মার্কেটিং নাম অবশ্য জানা যায় নি৷ তবে FCC লিস্টিং থেকে নামহীন এই ফোনের স্বল্প কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে৷

FCC লিস্টিং থেকে জানা গেছে রিয়েলমির এই ফোনে BLP729 মডেল নম্বরের ব্যাটারি দেওয়া হয়েছে৷ যার ক্যাপাসিটি ৪,৮৮০ এমএইচ বলে উল্লেখ করা হয়েছে৷ এই মডেল নম্বরের ব্যাটারি আমরা পূর্বে Realmi 5i ফোনে ব্যবহার হতে দেখেছিলাম৷ সুতারাং এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে৷

FCC তে Realme RMX3063 মডেল নম্বরযুক্ত রিয়েলমির এই ফোনে কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ব্লুটুথ ৪.২, ওয়াই-ফাই ৮০২.১১ b/g/n, জিপিএস এবং ৪জি এলটিই৷ ফোনে ৫জি কানেক্টিভিট সাপোর্ট রাখা হয় নি৷ ফোনটির ডিজাইন স্কেচ দেখে স্পষ্ট, এর বর্গাকৃতি ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে৷ ক্যামেরা মডিউলের ভিতরেই ফ্ল্যাশ রাখা হয়েছে৷ ক্যামেরার এরকম লেআউট আমরা রিয়েলমির Narzo 20 ফোনে আগে দেখেছি৷

ফোনটিতে কাস্টম স্কিন হিসেবে Realme UI 1.0 ব্যবহার করা হয়েছে৷ এছাড়া ফোনটির স্পেসিফিকেশন সর্ম্পকিত কোনো তথ্য পাওয়া যায় নি৷ অনুমান করা হচ্ছে এটি অ্যান্ড্রয়েড ১০ এর সাথে আসতে পারে৷ আশা করা যায়, ফোনটির ব্যাপারে আরও তথ্য শীঘ্রই আমাদের সামনে আসবে৷