অপেক্ষা শেষ, Realme 12x আগামী মাসের শুরুতেই ভারতে লঞ্চ হচ্ছে

গত সপ্তাহে চীনে রিয়েলমি 12এক্স স্মার্টফোনের ঘোষণা করা হয়েছিল। যদিও ভারতে কবে ডিভাইসটি লঞ্চ হবে সেই তথ্য তখন প্রকাশ্যে নিয়ে আসা হয়নি।

Realme আজ তাদের আপকামিং স্মার্টফোন Realme 12x 5G -এর ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করলো। ডিভাইসটি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই এদেশে মুক্তি পেতে চলেছে। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে আজ একটি নতুন টিজার পোস্টারও শেয়ার করা হয়েছে। যেখানে এর ডিজাইন স্পষ্টত দৃশ্যমান। আবার ডিভাইসটির কয়েকটি মুখ্য ফিচার প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।

কবে Realme 12x স্মার্টফোন ভারতে লঞ্চ হচ্ছে?

জানিয়ে রাখি, গত সপ্তাহে চীনে রিয়েলমি 12এক্স স্মার্টফোনের ঘোষণা করা হয়েছিল। যদিও ভারতে কবে ডিভাইসটি লঞ্চ হবে সেই তথ্য তখন প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। এখন সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই ফোন আগামী 2রা এপ্রিল এদেশে আত্মপ্রকাশ করবে।

Realme 12x স্মার্টফোনের ডিজাইন এবং ফিচার প্রকাশ্যে এল

সংস্থা দ্বারা শেয়ার করা লেটেস্ট টিজার অনুসারে, Realme 12x স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ 5জি প্রসেসর ব্যবহার করা হবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকবে, যা 45 ওয়াট সুপারভুক ওয়্যারড ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনটি ডুয়াল স্পিকার সেটআপ অফার করবে বলেও নিশ্চিত করা হয়েছে। সর্বোপরি রিয়েলমি দাবি করেছে যে, আসন্ন এই হ্যান্ডসেট সেগমেন্টের সবথেকে দ্রুততম পারফরম্যান্স প্রদানকারী মডেল হবে।

আবার টিজারে এই স্মার্টফোনের ডিজাইন স্পষ্টভাবে দেখা গিয়েছে। এক্ষেত্রে Realme 12x -এর ব্যাক প্যানেলে একটি বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল লক্ষ্যণীয়। যার মধ্যে তিনটি সেন্সর এবং একটি এলইডি লাইট অবস্থিত। ডিভাইসের উপর থেকে নিচ পর্যন্ত, ক্যামেরা মডিউলের মধ্যে দিয়ে একটি লম্বা লাইন চলে গেছে। ফোনের বাম প্রান্তে ভলিউম রকার ও পাওয়ার বাটন রয়েছে। আবার ব্যাক প্যানেলের নিম্নভাগে বাম দিকে ব্র্যান্ড লোগো থাকবে। রিয়েলমি সংস্থার এই লেটেস্ট ফোন ডার্ক গ্রীন ও পার্পেল কালার অপশনে পাওয়া যাবে।

আগেই বলেছি যে Realme 12x স্মার্টফোন ইতিমধ্যেই চীনে আত্মপ্রকাশ করেছে। ফলে চীনা ও ভারতে আগত সংস্করণ দুটির ফিচার একসমান হতেই পারে। এক্ষেত্রে ডিভাইসটির চীনা ভার্সনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত 6.67-ইঞ্চির IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে। এটি 12 জিবি র‍্যাম সহ এসেছে। তবে অতিরিক্তভাবে আরো 12 জিবি ভার্চুয়াল র‍্যাম ফিচারও সমর্থন করে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এতে 50-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 2-মেগাপিক্সেলের ডেপ্থ শুটার যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হয়েছে। এদিকে ফোনের সামনে 8-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটির জন্য একটি 3.5 মিমি হেডফোন জ্যাক এবং সিকিউরিটি ফিচার হিসাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বর্তমান। ডিভাইসটি IP54 রেটিং প্রাপ্ত হওয়ায় জল এবং ধুলো প্রতিরোধে সক্ষম।