Smartphones: মাত্র ৫৫০০ টাকায় পাওয়া যাচ্ছে এই ৪ জিবি র‌্যামের ফোন, কোথায় জেনে নিন

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোনের প্রয়োজনীয়তা যে কতখানি, সে সম্পর্কে আর নতুন করে কিছু বলার কোনো প্রয়োজন নেই। কমবেশি সকলের হাতেই এখন এই জিনিসটির অস্তিত্ব পরিলক্ষিত হয়, আর এটিই ইদানীংকালে অধিকাংশ লোকের সর্বক্ষণের সঙ্গী তথা প্রিয় বন্ধু। তাই এখন কাউকে কিছু উপহার দেওয়ার প্রয়োজন হলে, তাকে যদি আপনি একটি স্মার্টফোন গিফট করেন, তাহলে বোধহয় সে সবচাইতে বেশি খুশি হবে, সে বাচ্চা হোক কিংবা বুড়ো! তাই এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে উপহার দেওয়ার মতো এমন একটি স্মার্টফোনের কথা জানাতে চলেছি যেটির দাম ৬,০০০ টাকারও কম, অথচ তাতে প্রয়োজন অনুযায়ী সমস্ত ফিচার মজুত রয়েছে।

আমরা আপনাদেরকে যে স্মার্টফোন মডেলটির কথা বলছি, সেটির নাম I Kall Z4। আপনি Flipkart (ফ্লিপকার্ট) থেকে মাত্র ৫৪৯৯ টাকায় এই ফোনটির স্কাই ব্লু রঙের ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে পারেন। এছাড়া, এই স্মার্টফোনে বেশ কয়েকটি ব্যাংক অফারের পাওয়া যাবে, যার সুবাদে ৫% আনলিমিটেড ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে আপনাকে এই ক্যাশব্যাক দেওয়া হবে।

আবার, আপনি যদি ইএমআই দিয়ে এই স্মার্টফোনটি কিনতে চান, তবে আপনাকে প্রতি মাসে ১৯১ টাকা দিতে হবে। I Kall Z4 ফোনের সাথে ১ বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি এবং ৬ মাসের বক্স অ্যাক্সেসরিজ ওয়ারেন্টি মিলবে। এককথায় বলতে গেলে, যারা খুব সস্তা অথচ সেরা গুণমানসম্পন্ন একটি স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি একদম আদর্শ। আসুন এবার এই অত্যন্ত সাশ্রয়ী মূল্যের মুঠোফোনটির স্পেসিফিকেশনগুলির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

আগেই বলেছি যে, এই স্মার্টফোনটিতে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, তবে এসডি কার্ডের মাধ্যমে এটিকে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। হ্যান্ডসেটটিতে ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে এবং ৩,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ক্যামেরার কথা বলতে গেলে, এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট সেলফি ক্যামেরা। অর্থাৎ, প্রয়োজনীয় সব ফিচারই এই ফোনে পাওয়া যাবে।