Realme GT 2 সিরিজ আজ লঞ্চ হচ্ছে, Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাথে থাকতে পারে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা

Realme GT 2 সিরিজ আজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি ফোন আসবে বলে অনুমান করা হচ্ছে – Realme GT 2 ও Realme GT 2 Pro। এর মধ্যে প্রথম ফোনটিকে কয়েকদিন আগেই রিয়েলমির ভারতীয় সাইটে দেখা গিয়েছিল। এছাড়া কোম্পানির তরফে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে, Realme GT 2 Pro হবে ব্র্যান্ডের প্রথম ফোন, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। আবার জল্পনা রয়েছে, এই ফোনে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকতে পারে।

রিয়েলমি জিটি ২ সিরিজ আজ কখন লঞ্চ হবে (Realme GT 2 series launch livestream details)

জিটি ২ সিরিজ লঞ্চ করার জন্য রিয়েলমি একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট বিকাল ২:৩০ থেকে শুরু হবে। এই ইভেন্ট আপনি কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। এর পাশাপাশি নীচে দেওয়া লিংক থেকেও ইভেন্টটি সরাসরি দেখা যাবে।

রিয়েলমি জিটি ২ প্রো সম্ভাব্য দাম (Realme GT 2 Pro price) (Expected)

চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, রিয়েলমি জিটি ২ প্রো ফোনের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ৪,০০০ ইউয়ান (প্রায় ৪৭,৭০০ টাকা)। আবার এর স্পেশাল এডিশনের মূল্য রাখা হতে পারে ৫,০০০ টাকা (প্রায় ৫৯,৯০০ টাকা)।

রিয়েলমি জিটি ২ প্রো সম্ভাব্য স্পেসিফিকেশন (Realme GT 2 Pro specifications) (Expected)

রিপোর্ট অনুযায়ী, Realme GT 2 Pro ফোনে কোয়াড এইচডি রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) কনফিগারেশন সহ আসতে পারে। এছাড়া এতে থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট।

ফোনটির পিছনে দেওয়া হতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ – ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল (Sony IMX766) প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং একটি টেলিফটো ক্যামেরা। এই ফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।