কম দামে দুর্দান্ত ফিচার্স, Vivo Y200e 5G আসলো বাজারে, রয়েছে ট্রিপল ক্যামেরা

গত বছর অক্টোবরে, Qualcomm Snapdragon 4 Gen 1 চিপসেট চালিত Vivo Y200 5G বাজারে পা রেখেছিল। স্মার্টফোনটি বর্তমানে ২৩,৯৯৯ টাকায় ভারতে বিক্রি হচ্ছে। আর আজ প্রতিশ্রুতিমতোই Y200 সিরিজের নতুন মডেল, Vivo Y200e 5G আরও সস্তায় দেশে লঞ্চ হয়ে গেল। এই বাজেট-ফ্রেন্ডলি ফোনে অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স রয়েছে।

Vivo Y200e 5G: স্পেসিফিকেশন এবং ফিচার্স

ভিভো ওয়াই ২০০ই ৫জি-তে ৬.৬৭ ইঞ্চির স্যামসাং ই৪ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার ওপরে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে। ডিসপ্লেটি ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১,২০০ নিটের পিক ব্রাইটনেস এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে৷ পারফরম্যান্সের ক্ষেত্রে, ওয়াই ২০০ই ৫জি-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, যা ৬ জিবি/৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত। অডিওর জন্য, মিলবে ডুয়েল স্পিকার।

Vivo Y200e 5G-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের বোকেহ লেন্স, একটি ফ্লিকার সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে রান করে। ফোনটিতে আইপি-৫৪ রেটেড ধুলো এবং জল প্রতিরোধী চ্যাসিস রয়েছে।

Vivo Y200e 5G: ভারতে দাম এবং লভ্যতা

ভারতে ভিভো ওয়াই ২০০ই ৫জি দুটি র‍্যাম অপশনে এসেছে। বেস ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২০,৯৯৯ টাকা। ফোনটি ব্ল্যাক ডায়মন্ড এবং স্যাফরন অরেঞ্জ কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। ভিভো ওয়াই ২০০ই এখন ভিভো ইন্ডিয়ার (Vivo India)-এর ওয়েবসাইট, ফ্লিপকার্ট (Flipkart) এবং দেশের বিভিন্ন অফলাইন স্টোরগুলিতে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ভিভো ওয়াই ২০০ই ৫জি-এর সেল শুরু হবে।