Redmi 10 2022 নিঃশব্দে 90Hz ডিসপ্লে, Helio G88 প্রসেসর, এবং 50MP কোয়াড ক্যামেরা-সহ লঞ্চ হল

বড় কোনও ঘোষণা ছাড়াই গ্লোবাল মার্কেটে Redmi 10 2022 লঞ্চ করল শাওমি। বলা যেতে পারে, গত বছরের Redmi 10 মডেলটি রি-লঞ্চ করেছে তারা। ফিচার বা স্পেসিফিকেশন, প্রতিটি ক্ষেত্রেই Redmi 10 2021 ও Redmi 10 2022-এর মধ্যে সাদৃশ্য বর্তমান। পুরনো মডেলের মতো এটিও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা, MediaTek Helio G88 প্রসেসর ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লের সঙ্গে এসেছে।

রেডমি ১০ ২০২২ দাম ও লভ্যতা (Redmi 10 2022 Price and Availability)

রেডমি ১০ ২০২২ এর দাম অথবা কবে থেকে কোথায় পাওয়া যাবে, সে সম্পর্কে এখনও কিছুই জানানো হয়নি। তবে রেডমির ওয়েবসাইটে বলা হয়েছে, এটি গ্রে, হোয়াইট, এবং ব্লু কালার অপশনে পাওয়া যাবে।

রেডমি ১০ ২০২২ স্পেসিফিকেশনস ও ফিচার্স (Redmi 10 2022 Specifications and Features)

রেডমি ১০ ২০২২ স্মার্টফোনে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত হবে রেডমি ১০ ২০২২। সঙ্গে রয়েছে ৭ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR4X) ও ১২৮ জিবি (eMMC) পর্যন্ত স্টোরেজ। মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Redmi 10 2022 এর পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

৫,০০০ এমএএইচ লং লাস্টিং ব্যাটারি থাকছে রেডমি ১০ ২০২২-এ। যার সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৯ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এআই ফেস আনলক ও সাউড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর-সহ এসেছে এই স্মার্টফোন। সবশেষে, রেডমি ১০ ২০২২ অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড করা রয়েছে।