পুজোর আগে স্টাইলিশ লুকে হাজির Yamaha Aerox 155 MotoGP, রয়েছে R15-এর ইঞ্জিন

ইয়ামাহা (Yamaha) সম্প্রতি ভারতে YZF-R15M, MT-15 V2.0 ও Ray ZR 125 Fi Hybrid-এর MotoGP Edition লঞ্চ করেছে। এবার দেশে Aerox 155 ম্যাক্সি স্কুটারটির MotoGP Edition নিয়ে হাজির হল জাপানি সংস্থাটি। নতুন এডিশনের দাম ১,৪৮,৩০০ টাকা ধার্য করা হয়েছে (এক্স-শোরুম)। ইয়ামাহা জানিয়েছে, তাদের এই নতুন স্কুটারটি নির্দিষ্ট সংখ্যায় বাজারে মিলবে। মোটোজিপি এডিশন ছাড়াও Aerox 155 স্কুটারটি চারটি কালার অপশনে উপলব্ধ – মেটালিক ব্ল্যাক, রেসিং ব্লু, গ্রে ভার্মিলিয়ন এবং সিলভার।

Yamaha Aerox 155 MotoGP Edition লঞ্চ হল ভারতে

Yamaha Aerox 155-এর স্ট্যান্ডার্ড ভার্সনের দাম ১,৪৪,৮০০ টাকা (এক্স-শোরুম)। কোম্পানি জানিয়েছে, তাদের লিমিটেড এডিশন স্কুটারটিতে দেওয়া হয়েছে ক্লাস-ডি হেড ল্যাম্প, যা আঁধারি রাতের রাস্তা অধিক আলোময় করে তুলবে। আবার পেছনের চাকা পিছলে যাওয়ার উপক্রম হলে, এতে উপস্থিত ট্রাকশন কন্ট্রোল তৎক্ষণাৎ পাওয়ার কাট-অফ করে দেবে।

Aerox 155-এ এগিয়ে চলার শক্তি জোগাতে উপস্থিত ১৫৫ সিসির ব্লু কোর, লিকুইড কুল্ড ইঞ্জিন, যা সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন এবং ভ্যারিয়েবল ভাল্ভ অ্যাক্চুয়েশন প্রযুক্তি অফার করে। আবার এই ইঞ্জিন YZF-R15M ও MT-15 V2.0-তেও রয়েছে। মোটরটির আউটপুট ১৪.৭৯ বিএইচপি এবং ১৩.৯ এনএম। OBD2 নির্গমন বিধির ইঞ্জিনটি E20 জ্বালানিতে (৮০% পেট্রোল ও ২০% ইথানলের মিশ্রণ) চলতে সক্ষম।

জানিয়ে রাখি, আগে লঞ্চ করা YZF-R15M, MT-15 V2.0 ও Ray ZR 125 Fi Hybrid-এর মোটোজিপি এডিশনগুলির দাম যথাক্রমে ১.৯৭ লক্ষ, ১.৭৩ লক্ষ এবং ৯২,৩৩০ টাকা (এক্স-শোরুম)। ইয়ামাহা বর্তমানে R3 ও MT-03 বাইক জোড়া লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সব ঠিকঠাক চললে ডিসেম্বরে বাজারে পা রাখবে মডেল দুটি। প্রথমটি ফুল-ফেয়ার্ড স্পোর্ট বাইক এবং দ্বিতীয়টি নেকেড স্ট্রিটফাইটার মডেল।