Solar Car: বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত গাড়ির শুধু বুকিং থেকে 318 কোটি টাকা আয়, 2023-এ বাজারে

সৌরশক্তি ভবিষ্যৎ। অপ্রচলিত শক্তির মধ্যে সূর্যালোক থেকে তৈরি শক্তির কদর সবথেকে বেশি। ভবিষ্যতে সমগ্র বিশ্বে বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ জোগান দেবে এটি। সে পথেই এগোচ্ছে বিভিন্ন  সংস্থা। ২০১৭ সালে বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত গাড়ি প্রকাশ্যে এনে তাক লাগিয়ে দিয়েছিল জার্মানির সোনো মোটরস (Sono Motors)। নামকরণ হয়েছিল Sion। এখন সংস্থাটির তরফে জানানো হয়েছে যে, গাড়িটির বুকিং ২০,০০০ পার করেছে। খুব শীঘ্রই Sion এর গণ উৎপাদনের কাজে হাত লাগাবে তারা।

২০১৭ থেকে ২০২২-এর ১ সেপ্টেম্বর পর্যন্ত এই ২০,০০০ এর বেশি অর্ডার এসেছে। Sono Sion-এর রিজার্ভেশনের জন্য নেওয়া হচ্ছে ২,০০০ ইউরো (প্রায় ১.৫৯ লক্ষ টাকা। অর্থাৎ স্রেফ বুকিং থেকে নির্মাতার ৩১৮ কোটি টাকা আয় হয়েছে বলে ধরে নেওয়া যায়। সৌরশক্তি পরিচালিত গাড়িটির চূড়ান্ত দাম ২৫,১২৬ ইউরো ধার্য করা হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২০ লক্ষ টাকার কিছু বেশি। তাদের বিশ্বাস, বিশ্বের প্রথম সোলার ইলেকট্রিক ভেহিকেল হওয়ার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে আসা সর্বপ্রথম সৌরগাড়ি হবে এটি।

২০২৩-এর দ্বিতীয়ার্ধ থেকে গণ উৎপাদন শুরু হতে পারে বলে জানানো হয়েছে। এটি ফিনল্যান্ডের ভালমেট অটোমোটিভের কারখানায় তৈরি হবে। সংস্থা সূত্রে খবর, উৎপাদন শুরুর পর সাত বছরের মধ্যে বার্ষিক প্রায় ২,৫৭,০০০ ইউনিট Sion নির্মাণের লক্ষ্য স্থির করা হয়েছে। গাড়িটির বিশেষত্ব হল, এর প্রত্যেকটি সমতল ক্ষেত্র সোলার প্যানেল দ্বারা আবৃত। যা Genesis Electrified G80-র থেকেও ভিন্ন। কারণ এতে কেবলমাত্র ছাদে সোলার প্যানেল যুক্ত করা হয়েছে। যেখানে Sion-এর হুড, রুফ, ফেন্ডার, কোয়ার্টার প্যানেল, এমনকি হ্যাচেও সোলার প্যানেল রয়েছে।

তবে গাড়িটির সম্মুখে কোন সোলার সেল নেই। সংস্থার দাবি Sion-এ মোট ৪৫৬টি সোলার সেল রয়েছে। যা থেকে সিঙ্গেল চার্জে উৎপন্ন বিদ্যুৎ ১১২ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। তবে সূর্যালোকে দীর্ঘক্ষণ চালালে রেঞ্জের পরিমাণ দ্বিগুণ বা তিনগুণ হতে পারে বলে দাবি করেছে সোনো মোটরস। Sion EV-তে আবার একটি ৫৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। সিঙ্গেল চার্জে যেটি ৩০৫ কিলোমিটার পর্যন্ত যাত্রা করার শক্তি জোগাবে। ৭৫ কিলোওয়াট চার্জার দেওয়া হতে পারে গাড়িটির সাথে।